বিজনেস আওয়ার প্রতিবেদক: ইউটিউব বর্তমানে গুগলের পর বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় অনলাইন সার্চ ইঞ্জিন, যেখানে ভিডিওর মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান পাওয়া যায়। কিন্ত ভিডিও দেখার শুরুতেই এক বা একাধিক বিজ্ঞাপন চলে আসে। অনেক সময় যা স্কিপ করার সুযোগও থাকে না। বিজ্ঞাপন দেখার এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে রয়েছে বিশেষ ফিচার।
বাংলাদেশের গ্রাহকরা এখন থেকে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন।
বৃহস্পতিবার ইউটিউব বাংলাদেশের পার্টনার ম্যানেজার আবু সালেহ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার সুবিধা চালু করেছে ইউটিউব। ভিডিও শেয়ারিং সাইটের এই সুবিধার নাম ইউটিউব প্রিমিয়াম। এই সুবিধা নিতে চাইলে ব্যবহারকারীকের অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে।
এই সাবস্ক্রিপশন নিতে প্রতি মাসে খরচ হবে ২৩৯ টাকা। তবে প্রথম মাস ফ্রি টায়াল হিসেবে ব্যবহার করা যাবে।
তবে ৪৪৯ টাকার ফ্যামিলি প্যাকেজ সাবস্ক্রাইব করলে সর্বোচ্চ ৫ জন এই সুবিধা পাবেন। এছাড়া শিক্ষার্থীরা ১৩৯ টাকায় সাবস্ক্রাইব করতে পারবেন। ২০১৮ সালে ইউটিউবে প্রিমিয়াম সেবাটি চালু করায়।
ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করলে আপনি ভিডিও দেখার সময় কোন ধরনের বিজ্ঞাপন দেখতে পাবেন না। সঙ্গে সঙ্গে ইউটিউব বাড়তি কিছু ফিচারও দিয়ে থাকে যা আপনি ফ্রি ইউটিউব ব্যবহারে পাবেন না।
প্রিমিয়াম সাবস্ক্রাইব নিলে কম্পিউটার, মোবাইল, টিভি বা যেখানেই ইউটিউব দেখুন না কেন আপনার অ্যাকাউন্টে লগইন করে নিলেই বিজ্ঞাপন ছাড়া ইউটিউব দেখতে পারবেন।
বিজনেস আওয়ার/০৩ আগস্ট, ২০২৩/এএইচএ