বিজনেস আওয়ার প্রতিবেদক: নিজ বাসভবনে আসামিকে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ের সামনে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নিজ বাসভবনে আসামি কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আশ্রয় ও পুলিশের ওপর চড়াও হয়ে পুলিশকে গালিগালাজ করেন নুর। পুলিশের কাজে বাধা দেওয়ায় এ মামলা হয়েছে।
এর আগে, গত ১ আগস্ট দিনগত রাত ২টার দিকে নুরুল হক নুরের বাসভবনে তল্লাশি চালায় ডিবি। এ সময় তার বাসা থেকে ইয়ামিন মোল্লাকে গ্রেফতার করা হয়।
পরদিন বুধবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন নুরুল হক নুর। যদিও ঢাবি ছাত্রলীগের দাবি, এ ঘটনার সঙ্গে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
এদিকে নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার শারীরিক খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসা সম্পর্কে অবহিত হন।
বিজনেস আওয়ার/০৩ আগস্ট, ২০২৩/এএইচএ