বিজনেস আওয়ার প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) প্রধান সূচক সিএএসপিআই পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের সপ্তাহের তুলনায় গেল সপ্তায় লেনদেনের পরিমাণ বেড়েছে। পাশাপাশি বাজার মূলধন পরিমানও বেড়েছে। সপ্তাহটিতে ৬৯টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর কমেছে ৭৯টির।
ঈদের (পবিত্র ঈদুল আযহা) আগে চার কার্যদিবনের মধ্যে তিনদিন (২১, ২২ ও ২৫ জুন) লেনদেনে চমক দেখিয়েছিল সিএসই। গত ২১ জুন (বুধবার) লেনদেন হয়েছিল ৫৩০ কোটি টাকা। পরেরদিন ২২ জুন (বৃহস্পতিবার) লেনদেন ছিল ৩২০ কোটি টাকা। পরের কার্যদিবস ২৫ জুন (রবিবার) লেনদেন ছিল ২৩৫ কোটি টাকা। অবশ্য এর আগের দিনগুলোতে সিএসইর লেনদেন ১৫ থেকে ১৮ কোটি টাকার ঘরে গড়াগড়ি করছিল। সেখান থেকে হঠাৎ করে ঈদের আগের তিন কার্যদিবস লেনদেন ৫৩০, ৩২০ ও ২৩৫ কোটি টাকা, এটা রীতিমত চমক। ঈদের পর সেই লেনদেনের চমক নেই। লেনদেন ফিরেছে ফের ১০ থেকে ১৫ কোটি টাকার ঘরে।
সিএসইর সূত্র মতে, গত সপ্তাহে লেনদেন হয়েছে ৬১ কোটি ৭২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৯ কোটি ৩৭ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৫ লাখ টাকা। তালিকাভুক্ত ২৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ১২৭টি কোম্পানির।
দুইটি বাদে বাকী চার ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ১৪ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৬৮৯ দশমিক ৬৯ পয়েন্টে। সিএসই ৫০ সূচক দশমিক শূন্য ৮ শতাংশ, সিএসসিএক্স সূচক দশমিক ১৪ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১১ দশমিক ৪৮ পয়েন্টে, ১১ হাজার ১৭২ দশমিক ৩১ পয়েন্টে এবং ১ হাজার ১৭২ দশমিক ৩২ পয়েন্টে।
এছাড়া সিএসই৩০ সূচক দশমিক শূন্য ৬ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১৩ হাজার ৩৫৭ দশমিক ৪৪ পয়েন্টে এবং ২ হাজার ২৯২ দশমিক ৯০ পয়েন্টে।
এদিকে গেল সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭১ হাজার ৬৪০ কোটি ৬০ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৪ হাজার ৩৪৪ কোটি ৭৪ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ২৯৫ কোটি ৮৬ লাখ টাকা।
বিজনেস আওয়ার/৫ আগস্ট, ২০২৩/এমএজেড