বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রায় পাঁচ কেজি ওজনের একটি ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১৩ হাজার টাকায়।
জেলে আক্কাছ হালদার বলেন, ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে শুক্রবার রাতে কয়েকজন সহযোগী নিয়ে মাছ ধরতে যাই। রাতে কোনো মাছ জালে ধরা না পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকি। হঠাৎ শনিবার বেলা ১১টার দিকে জালে জোরে একটা ধাক্কা মারলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে সহযোগীদের সঙ্গে নিয়ে জাল তুলে দেখতে পাই পাঁচ কেজি ওজনের বড় একটি ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি দুপুরে বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে নিয়ে গেলে তিনি সাড়ে ১৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ফেরিঘাটে বড় একটি ঢাই মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই। পরে আক্কাছ হালদারের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছি। সীমিত লাভে মাছটি বিক্রি করে দিয়েছি।
বিজনেস আওয়ার/৫ আগস্ট, ২০২৩/এএইচএ