ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় ৮ লাশ উদ্ধার

  • পোস্ট হয়েছে : ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • 54

বিজনেস আওয়ার প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসেরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ এসব তথ‌্য নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত চার শিশু ও চার নারীর লাশ উদ্ধার করা হয়েছে।  

নিহতদের মধ‌্যে সাত জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, সিরাজদিখানের পপি (২৬), হ্যাপি (২৮), শাকিব (৮), সাজিবুল (৪), ফারিহান (১০), মোকসেদা (৪২) ও রাকিব (১২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান উপজেলা থেকে ট্রলারে করে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ট্রলারটিতে ৪৬-৪৭ জনের মতো যাত্রী ছিলেন। সারাদিন বেড়িয়ে ফেরার পথে লৌহজং এলাকায় বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় সেটি ডুবে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, এ ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুন্সিগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় ৮ লাশ উদ্ধার

পোস্ট হয়েছে : ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসেরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ এসব তথ‌্য নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত চার শিশু ও চার নারীর লাশ উদ্ধার করা হয়েছে।  

নিহতদের মধ‌্যে সাত জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, সিরাজদিখানের পপি (২৬), হ্যাপি (২৮), শাকিব (৮), সাজিবুল (৪), ফারিহান (১০), মোকসেদা (৪২) ও রাকিব (১২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান উপজেলা থেকে ট্রলারে করে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ট্রলারটিতে ৪৬-৪৭ জনের মতো যাত্রী ছিলেন। সারাদিন বেড়িয়ে ফেরার পথে লৌহজং এলাকায় বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় সেটি ডুবে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, এ ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: