ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাস্তানের ভয়ে হবু বউকে রেখে পালালেন বর!

  • পোস্ট হয়েছে : ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • 53

বিনোদন ডেস্ক: কানাডা প্রবাসী ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয় অরুপার। কিন্তু এ বিয়েতে অরুপা একদমই রাজি নন। অরুপা তার হবু বরকে নিয়ে একদিন ঘুরতে যান ঢাকার বাইরে। হঠাৎ তাদের গাড়ি নষ্ট হয়ে যায়, আর তখনই সেখানে উপস্থিত হয় একদল মাস্তান।

মাস্তানদের দেখে অরুপাকে ফেলে পালিয়ে যায় তার হবু স্বামী। অরুপাকে জিম্মি করে মাস্তানরা। কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে মাস্তানদের হাত থেকে পালায় অরুপা। এমন সময় সামনে পড়ে যায় অর্ক। অরুপাকে নিয়ে যায় অর্কের বাড়িতে।

এরপর কী ঘটবে তা জানা যাবে, নাটক ‘অরুপার গল্প’তে। অঞ্জন আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা দিপু হাজরা। বিটুআই ভিশনের প্রযোজনায় সম্প্রতি রাজধানীতে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, সমাপ্তি মাসউক, সূচনা আজাদ, মীর শহীদ, পিপুলী ইসলাম, ফকির মাহমুদ জাকির, সরকার আরিফুল ইসলাম, কাশেম প্রধান, আবুল হোসেন প্রমুখ।

বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মাস্তানের ভয়ে হবু বউকে রেখে পালালেন বর!

পোস্ট হয়েছে : ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০

বিনোদন ডেস্ক: কানাডা প্রবাসী ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয় অরুপার। কিন্তু এ বিয়েতে অরুপা একদমই রাজি নন। অরুপা তার হবু বরকে নিয়ে একদিন ঘুরতে যান ঢাকার বাইরে। হঠাৎ তাদের গাড়ি নষ্ট হয়ে যায়, আর তখনই সেখানে উপস্থিত হয় একদল মাস্তান।

মাস্তানদের দেখে অরুপাকে ফেলে পালিয়ে যায় তার হবু স্বামী। অরুপাকে জিম্মি করে মাস্তানরা। কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে মাস্তানদের হাত থেকে পালায় অরুপা। এমন সময় সামনে পড়ে যায় অর্ক। অরুপাকে নিয়ে যায় অর্কের বাড়িতে।

এরপর কী ঘটবে তা জানা যাবে, নাটক ‘অরুপার গল্প’তে। অঞ্জন আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা দিপু হাজরা। বিটুআই ভিশনের প্রযোজনায় সম্প্রতি রাজধানীতে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, সমাপ্তি মাসউক, সূচনা আজাদ, মীর শহীদ, পিপুলী ইসলাম, ফকির মাহমুদ জাকির, সরকার আরিফুল ইসলাম, কাশেম প্রধান, আবুল হোসেন প্রমুখ।

বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: