ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লৌহজংয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার

  • পোস্ট হয়েছে : ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া পিকনিকের ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ থাকলেও উদ্ধার হওয়া ট্রলারে কোনো মরদেহ পাওয়া যায়নি।

রবিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা অঞ্চলের ডুবুরি কর্মকর্তা লেফটেন্যান্ট আলভী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার (৫ আগস্ট) বিকেলে লৌহজংয়ে পিকনিকের একটি ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৪৬ জন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। পরে আটজনের মরদেহ উদ্ধার হয়েছে। কিন্তু এখনও আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন।

এদিকে এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। তবে শনিবার রাত ২টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। পরে রবিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা জানান, রবিবার সকালে থেকেই পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ডুবুরি দল।

লেফটেন্যান্ট আলভী জানান, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান করা হবে। নদীতে স্রোতের কারণে নিখোঁজদের মরদেহ ভেসে যেতে পারে।

বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লৌহজংয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার

পোস্ট হয়েছে : ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া পিকনিকের ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ থাকলেও উদ্ধার হওয়া ট্রলারে কোনো মরদেহ পাওয়া যায়নি।

রবিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা অঞ্চলের ডুবুরি কর্মকর্তা লেফটেন্যান্ট আলভী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার (৫ আগস্ট) বিকেলে লৌহজংয়ে পিকনিকের একটি ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৪৬ জন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। পরে আটজনের মরদেহ উদ্ধার হয়েছে। কিন্তু এখনও আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন।

এদিকে এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। তবে শনিবার রাত ২টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। পরে রবিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা জানান, রবিবার সকালে থেকেই পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ডুবুরি দল।

লেফটেন্যান্ট আলভী জানান, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান করা হবে। নদীতে স্রোতের কারণে নিখোঁজদের মরদেহ ভেসে যেতে পারে।

বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: