বিজনেস আওয়ার প্রতিবেদন: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে মানহানির মামলা করতে এবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর আগে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন তিনি।
রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি আদালতে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান।
হিরো আলম জানান, ‘রুহুল কবির রিজভী আমাকে পাগল বলাতে তার নামে মামলা করতে ডিবি কার্যালয়ে এসেছি।’
গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধ পাগল’ হিসেবে অভিহিত করেন।
এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা অর্ধপাগল নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।
বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২৩/এএইচএ