বিজনেস আওয়ার প্রতিবেদক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গেল জুলাই মাসে মূল্যস্ফীতি কমে হয়েছে ৯.৬৯ শতাংশ, জুনে যা ছিল ৯.৭৪ শতাংশ।
রোববার (৬ আগস্ট) মূল্যস্ফীতির এই হালানাগাদ তথ্য প্রকাশ করেছে বিবিএস।
বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাই মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমলেও, বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। এই সময়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.৭৬ শতাংশ, যা জুনে ছিল ৯.৭৩ শতাংশ।
অন্যদিকে জুলাইয়ে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯.৪৭ শতাংশ, যা জুন মাসে ছিল ৯.৬০ শতাংশ।
বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: