ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিভিন্ন ওয়েব সার্ভারে হামলা চালাচ্ছে বাংলাদেশি হ্যাকাররা

  • পোস্ট হয়েছে : ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • 51

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন খাতের ওয়েব সার্ভারে গত বছর থেকে বাংলাদেশি হ্যাকাররা হামলা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি সোমবার (৭ আগস্ট) দাবি করেছে, এক প্রতিবেদনে উঠে এসেছে ‘মিস্টিরিয়াস টিম বাংলাদেশ’ নামের হ্যাকিং গ্রুপটি ২০২২ সালের জুন থেকে এখন পর্যন্ত একাধিক ডিস্ট্রিবিউটেড ডিনাইল-অব-সার্ভিস (ডিডিওএস) হামলা চালিয়েছে।

কোনো লাভের আশা ছাড়া মূলত রাজনৈতিক কারণে কম্পিউটার সিস্টেমে যাঁরা আক্রমণ করেন তাদেরকেই ‘হ্যাকটিভিস্ট’ বলা হয়। এক বছরেরও বেশি সময় ধরে ভারত ও ইসরায়েল ছাড়াও অস্ট্রেলিয়া, সেনেগাল, নেদারল্যান্ডস, সুইডেন ও ইথিওপিয়ার কিছু প্রতিষ্ঠানকেও লক্ষ্যবস্তু করেছে ‘মিস্টিরিয়াস টিম বাংলাদেশ’।

এই গ্রুপটি ধর্মীয় ও রাজনৈতিক উদ্দেশ্য থেকে ভারতের বিভিন্ন খাতে এসব সাইবার হামলা চালাচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সাইবার সিকিউরিটি ফার্ম গ্রুপ-আইবি জানিয়েছে, ভারতের গুরুত্বপূর্ণ সরকারি, আর্থিক এবং পরিবহণ খাতের ওপর ৭৫০টি ডিডিওএস হামলা এবং ৭৮টি ওয়েবসাইট বিকৃতি করার প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিল হ্যাকিং গ্রুপটি। তাদের মূল লক্ষ্য এসব খাতই।

সাইবার সিকিউরিটি ফার্মটি আরও জানিয়েছে, বাংলাদেশি এই হ্যাকিং গ্রুপটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২২ সালে ভারত, ইসরায়েলসহ অন্যান্য দেশে সাইবার হামলা চাালিয়ে এটি সবার নজর কাড়তে সমর্থ হয়।

ফার্মটি আরও জানিয়েছে, এই হ্যাকিং গ্রুপটি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে হামলা চালানোর বদলে পুরো দেশকে টার্গেট করে। এছাড়া বড় হামলার আগে তারা ছোট হামলা চালিয়ে দুর্বলতা পরীক্ষা করে নেয়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ধারণা করা হয়, ডিফোরআরকেটিএসএন নামের একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট এই হ্যাকিং গ্রুপের প্রতিষ্ঠাতা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুর্বলতা খুঁজে বের করে তারা হামলা চালায়। গ্রুপটি এ বছরের মে মাসে ভারতকে টার্গেট করার ঘোষণা দেয়। এরপর হামলার পরিমাণ বেড়ে যায়।

এদিকে সাইবার ফার্ম গ্রুপ-আইবি সতর্কতা দিয়েছে, এ বছর বাংলাদেশি হ্যাকিং গ্রুপ তাদের হামলা আরও বাড়িয়ে দিতে পারে এবং তারা ইউরোপ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যেও হামলা চালাতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতের বিভিন্ন ওয়েব সার্ভারে হামলা চালাচ্ছে বাংলাদেশি হ্যাকাররা

পোস্ট হয়েছে : ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন খাতের ওয়েব সার্ভারে গত বছর থেকে বাংলাদেশি হ্যাকাররা হামলা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি সোমবার (৭ আগস্ট) দাবি করেছে, এক প্রতিবেদনে উঠে এসেছে ‘মিস্টিরিয়াস টিম বাংলাদেশ’ নামের হ্যাকিং গ্রুপটি ২০২২ সালের জুন থেকে এখন পর্যন্ত একাধিক ডিস্ট্রিবিউটেড ডিনাইল-অব-সার্ভিস (ডিডিওএস) হামলা চালিয়েছে।

কোনো লাভের আশা ছাড়া মূলত রাজনৈতিক কারণে কম্পিউটার সিস্টেমে যাঁরা আক্রমণ করেন তাদেরকেই ‘হ্যাকটিভিস্ট’ বলা হয়। এক বছরেরও বেশি সময় ধরে ভারত ও ইসরায়েল ছাড়াও অস্ট্রেলিয়া, সেনেগাল, নেদারল্যান্ডস, সুইডেন ও ইথিওপিয়ার কিছু প্রতিষ্ঠানকেও লক্ষ্যবস্তু করেছে ‘মিস্টিরিয়াস টিম বাংলাদেশ’।

এই গ্রুপটি ধর্মীয় ও রাজনৈতিক উদ্দেশ্য থেকে ভারতের বিভিন্ন খাতে এসব সাইবার হামলা চালাচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সাইবার সিকিউরিটি ফার্ম গ্রুপ-আইবি জানিয়েছে, ভারতের গুরুত্বপূর্ণ সরকারি, আর্থিক এবং পরিবহণ খাতের ওপর ৭৫০টি ডিডিওএস হামলা এবং ৭৮টি ওয়েবসাইট বিকৃতি করার প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিল হ্যাকিং গ্রুপটি। তাদের মূল লক্ষ্য এসব খাতই।

সাইবার সিকিউরিটি ফার্মটি আরও জানিয়েছে, বাংলাদেশি এই হ্যাকিং গ্রুপটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২২ সালে ভারত, ইসরায়েলসহ অন্যান্য দেশে সাইবার হামলা চাালিয়ে এটি সবার নজর কাড়তে সমর্থ হয়।

ফার্মটি আরও জানিয়েছে, এই হ্যাকিং গ্রুপটি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে হামলা চালানোর বদলে পুরো দেশকে টার্গেট করে। এছাড়া বড় হামলার আগে তারা ছোট হামলা চালিয়ে দুর্বলতা পরীক্ষা করে নেয়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ধারণা করা হয়, ডিফোরআরকেটিএসএন নামের একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট এই হ্যাকিং গ্রুপের প্রতিষ্ঠাতা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুর্বলতা খুঁজে বের করে তারা হামলা চালায়। গ্রুপটি এ বছরের মে মাসে ভারতকে টার্গেট করার ঘোষণা দেয়। এরপর হামলার পরিমাণ বেড়ে যায়।

এদিকে সাইবার ফার্ম গ্রুপ-আইবি সতর্কতা দিয়েছে, এ বছর বাংলাদেশি হ্যাকিং গ্রুপ তাদের হামলা আরও বাড়িয়ে দিতে পারে এবং তারা ইউরোপ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যেও হামলা চালাতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: