বিনোদন ডেস্ক: চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।
বুধবার (৯ আগস্ট) রাতে ঢাকা ছাড়েন তিনি। বিষয়টি তার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন।
পোস্টে এ অভিনেতা লেখেন, ‘আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।’
ডিপজলের এই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এর আগে ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের।
ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এ ছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
ডিপজলকে সবশেষ দেখা গেছে ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত চিত্রনায়িকা মৌ খান। ডিপজলের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত বেশ কিছু সিনেমা।
ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি।
বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২৩/এএইচএ