আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানলে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়েই চলছে। দ্বীপটির পুলিশপ্রধান জানিয়েছেন, কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নয় যে, ঠিক কতজন নিখোঁজ রয়েছেন। তবে তিনি ধারণা করছেন এই সংখ্যা প্রায় এক হাজার।
মাউই দ্বীপের ক্ষতির বিষয়ে হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, দুই হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন। ১১ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। দাবানলে এক হাজার ৭০০ ভবন জ্বলে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, বিপর্যয় শুরুর পর থেকে অনেক মানুষ নিহত হয়েছেন, কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়েছে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় ইতোমধ্যে ১৪ হাজার পর্যটকসহ অনেক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলে লাহাইনা, এর সমুদ্রবন্দর এবং আশপাশের এলাকাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বীপটির পশ্চিমাংশ অন্য অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মাত্র একটি মহাসড়ক এখনও খোলা আছে। লাহাইনার বহু এলাকা পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে।
বিজনেস আওয়ার/১১ আগস্ট, ২০২৩/পিএস