জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রিমন হোসেন (১৫) নামের এক কিশোরকে আটক করা হয়েছে।
গত রোববার (৬ আগস্ট) উপজেলার উথলী মালোপাড়া গ্রামে ধর্ষণের শিকার হয় শিশুটি। ধর্ষণের শিকার শিশুটিকে দর্শনার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার পর বাড়িতে আনা হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
শনিবার (১২ আগস্ট) শিশুটির মা বাদি হয়ে থানায় অভিযোগ করলে অভিযুক্ত ওই কিশোরকে আটক করে পুলিশ।
আটক রিমন হোসেন উপজেলার উথলী মালোপাড়া গ্রামের রতন বিশ্বাসের ছেলে। সে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শিশুটি গত রোববার বিকালে বাড়ির পাশে একা খেলা করছিল। প্রতিবেশী নবম শ্রেনী পড়ুয়া কিশোর রিমন কৌশলে পাশের কলা বাগানে ডেকে নিয়ে যায়। সেখানে একা পেয়ে ওই শিশুকে কলা বাগানের মধ্যে জোর পূর্বক পাশবিক নির্যাতন চালায়।
পরে শিশুটির পরিবারের লোকজন বিষয়টি জানতে পারলে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। গত মঙ্গলবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে এলাকায় জানাজানি হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাঈদ বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর এক কিশোরকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিজনেস আওয়ার/১২ আগস্ট, ২০২৩/এএইচএ