ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়গঞ্জে সিলিন্ডার পাইপের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

  • পোস্ট হয়েছে : ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় আগুন লেগে চার জন দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টায় কাশিপুর হোসাইনী নগর এলাকার মাসুদুর রহমান আসলামের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ চার জন হলেন- হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বিথি আক্তার ও তাদের এক সন্তান। এসময় আহত হয়েছেন ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টায় পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দ হয়। এসময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। আবু কালাম ও জাকিরকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিস্ফোরণে ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালায় পড়ে। আগুনে আসবাপত্র পুড়ে গেছে৷ কয়েকজন দগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নারায়গঞ্জে সিলিন্ডার পাইপের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

পোস্ট হয়েছে : ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় আগুন লেগে চার জন দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টায় কাশিপুর হোসাইনী নগর এলাকার মাসুদুর রহমান আসলামের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ চার জন হলেন- হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বিথি আক্তার ও তাদের এক সন্তান। এসময় আহত হয়েছেন ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টায় পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দ হয়। এসময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। আবু কালাম ও জাকিরকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিস্ফোরণে ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালায় পড়ে। আগুনে আসবাপত্র পুড়ে গেছে৷ কয়েকজন দগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: