বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রথমবারের মতো জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছয় বিভাগের ২১ শিক্ষার্থী।
জাতিসংঘের একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের (এমসিএন) যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে শিক্ষা কার্যক্রম মিলেনিয়াম ফেলোশিপ-২০২৩।
এর মধ্যে সমাজকর্ম বিভাগের ১৩ জন, নৃবিজ্ঞান বিভাগের তিনজন, রসায়ন বিভাগের দুইজন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একজন, পিএমই বিভাগের একজন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের একজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
রোববার (১৩ আগস্ট) সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক মিজানুর রহমান ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ফেলোশিপটি অর্জন করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো মিলেনিয়াম ফেলোশিপের যাত্রা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীর কাজের সামাজিক প্রভাব ও সমাজের কল্যাণের প্রতি প্রতিশ্রুতি এবং উৎসাহ তাদেরকে ২০২৩ সালের মিলেনিয়াম ফেলোশিপ ক্লাসের জন্য নির্বাচিত করেছে। নির্বাচিত শিক্ষার্থীরা মিলেনিয়াম ফেলো হিসেবে সামাজিকভাবে মর্যাদাপূর্ণ কয়েকটি প্রোগ্রামে এবং জাতিসংঘের সূচক ১৭টি এসডিজি লক্ষ পূরণে প্রতিনিধিত্ব করবে।
বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২৩/এএইচএ