মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে নানা আয়োজনে দিন ব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পূষ্পমাল্য অর্পন ও র্যালী বের করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীরসুলতানুজ্জামান লিটন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, সাবেক পৌর মুক্তি যোদ্ধা কমান্ডার কাজী সাত্তার, সহকারী কমশিনার ভুমি শরিফ শাওন, কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিনসহ আওয়ামীলিগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ অংশ নিয়েছিলেন। পরে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২৩/এইচএ