বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে বুধবার (২৩ সেপ্টেম্বর) লেনদেন শুরু হতে যাওয়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের নিট মুনাফা (ইপিএস) বেড়েছে ৩৯ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ১৯-মার্চ ২০) এই মুনাফা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাস মহামারির কারনে দেশের অন্যসব প্রতিষ্ঠানের ন্যায় ওয়ালটনেরও ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০) পতন হয়েছে। তাসত্ত্বেও কোম্পানিটির ৯ মাসের ব্যবসায় উত্থান হয়েছে। এর কারন হিসেবে রয়েছে প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ১৯) মুনাফায় বড় উত্থান।
কোম্পানিটির ৯ মাসে (জুলাই ১৯-মার্চ ২০) নিট মুনাফা ৭৬৬ কোটি ১ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৫.৫৩ টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফা হয়েছিল ৭২৬ কোটি ৬১ লাখ টাকা বা ইপিএস ২৪.২২ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ৩৯ কোটি ৪০ লাখ টাকা বা ৫.৪২ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০) নিট মুনাফা হয়েছে ১৫৫ কোটি ২১ লাখ টাকা বা ইপিএস ৫.১৭ টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফা হয়েছিল ৩৩৪ কোটি ৩০ লাখ টাকা বা ইপিএস ১১.১৪ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ১৭৯ কোটি ৯ লাখ টাকা বা ৫৩.৫৭ শতাংশ।
২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৬.৩৮ টাকায়।
বিজনেস আওয়ার/২২ সেপ্টেম্বর, ২০২০/এস