বিজনেস আওয়ার প্রতিবেদক : চীনের নেতা শি জিনপিং রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। এদিকে জোহানেবার্গে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপির।
অনলাইনে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। তিনি ২১ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয় সফর করবেন। মার্চ মাসে রাশিয়ায় আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের পর ২০২৩ সালে এটি হবে শি জিনপিং এর দ্বিতীয় আন্তর্জাতিক সফর।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দর এ মাসের গোড়ার দিকে বলেছিলেন, ‘ব্রিকস এবং আফ্রিকা’ থিমের আওতায় আগামী ২২ থেকে ২৪ আগস্ট ব্রাজিল, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র প্রধানরা একত্রিত হবেন।
বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২৩/এমএজেড