ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে: মেসি

  • পোস্ট হয়েছে : ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • 61

বিজনেস আওয়ার প্রতিবেদক :লিওনেল মেসি ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। দলটির হয়ে নিজের শুরুটা দুর্দান্ত করেছেন মেসি। অভিষেক ম্যাচে ফ্রি কিকে দুর্দান্ত এক গোলের পর টানা পাঁচ ম্যাচ গোলের দেখা পেয়েছেন তিনি। ফলে ক্লাবের হয়ে ৬ ম্যাচ খেলেই তাঁর গোল সংখ্যা ৯। তাঁর হাত ধরেই প্রথমবারের মত লিগস কাপের ফাইনালে ওঠেছে দলটি।

এদিকে মিয়ামির হয়ে খেলা শুরুর পর এবারই প্রথম সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টাইন জাদুকর। কথা শুনতে গতকাল মেসির সম্মেলনে ছিল সংবাদকর্মীদের উপচে পড়া ভিড়। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে অধিনায়ক কথা বলেছেন দীর্ঘসময়।

মিয়ামির হয়ে প্রথম সংবাদ সম্মেলনে মেসি কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। এসবের মধ্যে এমএলএলসের ভবিষ্যৎ নিয়েও কতঘা বলেছেন তিনি। ফুটবল জাদুকরের মওতে দেশটির ফুটবল সঠিক পথেই রয়েছে এবং এভাবেই খেলায় বিস্তর উন্নতিরও সুযোগ রয়েছে। সামনে এগিয়ে যাওয়ার সব সম্ভাবনাই দেশটির ফুটবলে আছে বলে মন্তব্য করছেন তিনি।

যুক্তরাষ্ট্রের লিগের উন্নতি করার এখনই সময় জানিয়ে মেসি বলেন, এখানকার লিগের বড় লাফ দেওয়ার এবং বড় হয়ে ওঠার এটাই সময়, যেটা অনেক দিন ধরেই তারা চাইছে। সেরা মানের ফুটবল দেখার জন্য সবই আছে এখানে। যার কারণ এই দেশ, এই দেশের কাঠামো, আরও বেশ কিছু বিষয়।

এদিকে মিয়ামির হয়ে ইতিমধ্যে ৬ ম্যাচে মাঠে নামলেও এখনো মেজর লিগে অভিষেক হয়নি মেসির। আগামী ২৭ আগস্ট তাঁর লিগ অভিষেকের কথা রয়েছে। তবে লিগস কাপে যে ম্যাচ গুলো ফুটবল জাদুকর খেলেছেন তাঁর ভিত্তিতে এমএলএসও যে খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এমনটাই মনে করেন তিনি।

মেসি বলেন, লিগস কাপে দেখা গেছে ম্যাচগুলো খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে। যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে, এমএলএসেও ব্যাপারটা একই। এটা প্রতিদ্বন্দ্বিতামূলক লিগ, যেখানে সবাই জিততে চায়। যেখানে হোম টিম শক্তিশালী, সেখানে অ্যাওয়েতে জেতা কঠিন। আর পুরো বিষয়টা আরও ভালো বুঝতে পারব প্রথম ম্যাচের পর।

এদিকে মেসির সংবাদ সম্মেলনে গতকাল ওঠে এসেছিল ব্যালন ডি অর প্রসঙ্গও। এবছর তিনি এ পুরস্কার পাবেন কিনা, কি ভাবছেন এমন প্রশ্নের উত্তরে মেসি বলেন, আমি খুব ভাগ্যবান যে আমি ক্যারিয়ারের সবকিছুই অর্জন করেছি। বিশ্বকাপের অপূর্ণতা ছিল কিন্তু কাতারে তাও পেয়েছি আমি। তাই ব্যালন ডি অর নিয়ে এখন খুব কমই ভাবি।

বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে: মেসি

পোস্ট হয়েছে : ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক :লিওনেল মেসি ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। দলটির হয়ে নিজের শুরুটা দুর্দান্ত করেছেন মেসি। অভিষেক ম্যাচে ফ্রি কিকে দুর্দান্ত এক গোলের পর টানা পাঁচ ম্যাচ গোলের দেখা পেয়েছেন তিনি। ফলে ক্লাবের হয়ে ৬ ম্যাচ খেলেই তাঁর গোল সংখ্যা ৯। তাঁর হাত ধরেই প্রথমবারের মত লিগস কাপের ফাইনালে ওঠেছে দলটি।

এদিকে মিয়ামির হয়ে খেলা শুরুর পর এবারই প্রথম সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টাইন জাদুকর। কথা শুনতে গতকাল মেসির সম্মেলনে ছিল সংবাদকর্মীদের উপচে পড়া ভিড়। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে অধিনায়ক কথা বলেছেন দীর্ঘসময়।

মিয়ামির হয়ে প্রথম সংবাদ সম্মেলনে মেসি কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। এসবের মধ্যে এমএলএলসের ভবিষ্যৎ নিয়েও কতঘা বলেছেন তিনি। ফুটবল জাদুকরের মওতে দেশটির ফুটবল সঠিক পথেই রয়েছে এবং এভাবেই খেলায় বিস্তর উন্নতিরও সুযোগ রয়েছে। সামনে এগিয়ে যাওয়ার সব সম্ভাবনাই দেশটির ফুটবলে আছে বলে মন্তব্য করছেন তিনি।

যুক্তরাষ্ট্রের লিগের উন্নতি করার এখনই সময় জানিয়ে মেসি বলেন, এখানকার লিগের বড় লাফ দেওয়ার এবং বড় হয়ে ওঠার এটাই সময়, যেটা অনেক দিন ধরেই তারা চাইছে। সেরা মানের ফুটবল দেখার জন্য সবই আছে এখানে। যার কারণ এই দেশ, এই দেশের কাঠামো, আরও বেশ কিছু বিষয়।

এদিকে মিয়ামির হয়ে ইতিমধ্যে ৬ ম্যাচে মাঠে নামলেও এখনো মেজর লিগে অভিষেক হয়নি মেসির। আগামী ২৭ আগস্ট তাঁর লিগ অভিষেকের কথা রয়েছে। তবে লিগস কাপে যে ম্যাচ গুলো ফুটবল জাদুকর খেলেছেন তাঁর ভিত্তিতে এমএলএসও যে খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এমনটাই মনে করেন তিনি।

মেসি বলেন, লিগস কাপে দেখা গেছে ম্যাচগুলো খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে। যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। আমার মনে হচ্ছে, এমএলএসেও ব্যাপারটা একই। এটা প্রতিদ্বন্দ্বিতামূলক লিগ, যেখানে সবাই জিততে চায়। যেখানে হোম টিম শক্তিশালী, সেখানে অ্যাওয়েতে জেতা কঠিন। আর পুরো বিষয়টা আরও ভালো বুঝতে পারব প্রথম ম্যাচের পর।

এদিকে মেসির সংবাদ সম্মেলনে গতকাল ওঠে এসেছিল ব্যালন ডি অর প্রসঙ্গও। এবছর তিনি এ পুরস্কার পাবেন কিনা, কি ভাবছেন এমন প্রশ্নের উত্তরে মেসি বলেন, আমি খুব ভাগ্যবান যে আমি ক্যারিয়ারের সবকিছুই অর্জন করেছি। বিশ্বকাপের অপূর্ণতা ছিল কিন্তু কাতারে তাও পেয়েছি আমি। তাই ব্যালন ডি অর নিয়ে এখন খুব কমই ভাবি।

বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: