বিজনেস আওয়ার প্রতিবেদক : শেখ হাসিনা স্বৈরশাসক হিটলারের জুলুম অত্যাচারকে নিয়েছে কিন্তু তার দেশপ্রেম নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর দয়াগঞ্জে বিএনপির গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
বর্তমান প্রধানমন্ত্রীকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেছেন, অনেকেই বলে শেখ হাসিনা হিটলারের মতো। তিনি এই দেশের জনগণের ওপর জুলুম অত্যাচার করে সম্রাজ্ঞী হতে চান। এটা বাংলার জনগণ মেনে নেবে না।
তিনি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের আনন্দবাজার পত্রিকায় লিখেছে ভারতের কূটনীতিকরা আমেরিকাকে বলেছে হাসিনাকে সরালে ভারত ও আমেরিকার জন্য সুখকর হবে না। আমরা ভারতের কূটনীতিকদের বলি শেখ হাসিনা গোটা দেশকে উপনিবেশ করে তুলেছে। আমাদের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। আমরা কথা বলছি গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য, সুষ্ঠু ভোটের জন্য। শেখ হাসিনা আর সুষ্ঠ ভোট কি এক জিনিস? হাসিনা ও সুষ্ঠু ভোট এক জিনিস না। কেউ যদি বলে বঙ্গোপসাগরের পানি মিঠা পানি এটা কি সত্য? কেউ যদি বলে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা কি সত্য? এটাও সত্য নয়।
নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, এই তীব্র রোদ আর গরমের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনে আপনারা অনেকেই হাত-পা হারিয়েছেন, আহত হয়েছেন, অনেকে শহীদ হয়েছে। তারপরেও আপনারা মিছিল থেকে সমাবেশ থেকে আন্দোলন থেকে পিছিয়ে যাননি। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।
বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২৩/এসএস