বিজনেস আওয়ার প্রতিবেদক: নিখোঁজের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার ছাত্রদলের ৬ নেতার মধ্যে দুই নেতার অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ড ও অপর চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১) ও ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মো.আরিফ বিল্লা (৩০)।
কারাগারে যাওয়া আসামিরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ আর রিয়াদ (২৯), সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২)।
রোববার (২০ আগস্ট) তাদের আদালতে হাজির করে পুলিশ। এর মধ্যে আসামি মমিনুল ও আরিফ বিল্লাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনের সাব-ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান। অপর চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। অপরদিকে পক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালতে লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৯ আগস্ট) তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
বিজনেস আওয়ার/২০ আগস্ট, ২০২৩/এএইচএ