স্পোর্টস ডেস্ক: ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করে সম্প্রতি পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। এখন থেকে পুমার ‘কিং বুট’ পরে মাঠ মাতাতে দেখা যাবে নেইমারকে। বৃটিশ ট্যাবলয়েড দ্য সান বলছে, পুমার সঙ্গে বাৎসরিক ২৩ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে নেইমার পেছনে ফেলেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে।
ফুটওয়্যাল ডিলে শীর্ষ ৩ ফুটবলার
১. নেইমার (পুমা): ২৩ মিলিয়ন পাউন্ড
নাইকির সঙ্গে নেইমারের আগের চুক্তিতে অর্থের পরিমাণ ছিল তার বর্তমান চুক্তির অর্ধেক। তবে পুমার সঙ্গে নেইমারের চুক্তি ঠিক কত দিনের সেটি অজানা। তবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময়ের জন্যই জুটি বেঁধেছে তিনি।
২. লিওনেল মেসি (অ্যাডিডাস): ১৮ মিলিয়ন পাউন্ড
অ্যাডিডাসের সঙ্গে ‘লাইফটাইম’ চুক্তি করেন মেসি। প্রথম ফুটবলার হিসেবে ‘অ্যাডিডাস মেসি’ নামে অ্যাডিডাসের একটি সাব-ব্র্যান্ড রিলিজ করেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
৩. ক্রিস্টিয়ানো রোনালদো (নাইকি): ১৫ মিলিয়ন পাউন্ড
নাইকির সবচেয়ে বড় চুক্তি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। ৭৮০ মিলিয়ন পাউন্ডে এই ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে আজীবনের জন্য চুক্তিবদ্ধ রোনালদো।
বিজনেস আওয়ার/২৩ সেপ্টেম্বর, ২০২০/এ