বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩২টির বা ৯.৬১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে জিকিউ বলপেনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৬.৫০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২৩.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ২.৩৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিকিউ বলপেন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আরামিটের ১.৮৩ শতাংশ, ন্যাশনাল টি’র ১.৫৬ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ১.১৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১.১০ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ০.৯৮ শতাংশ, এপেক্স ফডসের ০.৮৯ শতাংশ, অলিম্পিকের ০.৮৭ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ০.৮৪ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ০.৭৯ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২৭ আগস্ট, ২০২৩/পিএস