বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের পরিচালনা পর্ষদ তিন কোম্পানির সাথে একত্রিকরণের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এম. হায়ে অ্যান্ড কোম্পানি সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড এবং গুড সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের সাথে ইন্ট্রাকো রিফুয়েলিং একত্রিকরণের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্যাংক এবং অন্যান্য ঋণদাতা, একত্রিকরণের সিদ্ধান্ত তিন কোম্পানির সাধারণ সভায় অনুমোদন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে কোম্পানিগুলোর সাথে একত্রিকরণ হবে।
বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২৩/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: