ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জোহানেসবার্গে ভবনে আগুন, নিহত ৬০

  • পোস্ট হয়েছে : ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • 41

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রস্থলের ওই ভবনটিতে আগুনের ঘটনায় আরও ৪৩ জন আহত হয়েছেন।

জোহানেসবার্গের জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, ঘটনাস্থলে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।

রবার্ট মুলাউদজি বলেন, আগুন লাগা ভবনটি শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় অবস্থিত। ঘটনার পর আতঙ্কে ভবনটি থেকে লাফিয়ে পড়ে প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে জানিয়ে জাতীয় জরুরি পরিষেবার এই মুখপাত্র আশঙ্কা প্রকাশ করেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: রয়টার্স।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জোহানেসবার্গে ভবনে আগুন, নিহত ৬০

পোস্ট হয়েছে : ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রস্থলের ওই ভবনটিতে আগুনের ঘটনায় আরও ৪৩ জন আহত হয়েছেন।

জোহানেসবার্গের জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, ঘটনাস্থলে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।

রবার্ট মুলাউদজি বলেন, আগুন লাগা ভবনটি শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় অবস্থিত। ঘটনার পর আতঙ্কে ভবনটি থেকে লাফিয়ে পড়ে প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে জানিয়ে জাতীয় জরুরি পরিষেবার এই মুখপাত্র আশঙ্কা প্রকাশ করেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: রয়টার্স।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: