বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে দেশের ১৮ কোটি মানুষের কাছে সরকারকে মাথানত করতেই হবে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক বিশ্ব গণতন্ত্রের পক্ষে কথা বলছে, মানবাধিকারের পক্ষে কথা বলছে, ন্যায়বিচারের পক্ষে কথা বলছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিদেশিদের দায়িত্ববোধ থেকে বলছে। অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিয়ে কথা বলছে।
গয়েশ্বর চন্দ্র আরো বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, বিদেশিরাও গণতন্ত্রের পক্ষে কথা বলছে, আমরা ন্যায়বিচার চাই, তারা এ দেশে জাস্টিস চায়। জনগণের অধিকার যেন ভূলুণ্ঠিত না হয় তারা সেটা চায়। তারা মানবাধিকারের কথা বলে, তারা খুন-গুমের বিরুদ্ধে বলে। তাদের নিজস্ব বিবেচনা বোধ থেকে তারা আমাদের দেশের জনগণের পক্ষে কথা বলছে।
বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। তিনি স্বাধীনতার ডাক দিয়ে কোনো শত্রু শিবিরে বন্দি ছিলেন না, আত্মসমর্পণ করেন নাই। সম্মুখ লড়াই করে, নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।
বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২৩/পিএস