বিজনেস আওয়ার প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৫ জন।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪২ জনে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৪৩৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৫৮ জন মারা গেছেন।
বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর,২০২৩/এসএস