বিনোদন ডেস্ক: শুরুটা বিলবোর্ড দিয়ে; পরে বিজ্ঞাপন তারপর ছোট পর্দায়। সব অঙ্গনেই পেয়েছেন জনপ্রিয়তা। তারপরও সম্প্রতি একটি বিষয় নিয়ে তিনি বিব্রত। তিনি যতই দর্শকপ্রিয় হচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে ততোই ভুয়া অ্যাকাউন্ট খোলা হচ্ছে তাসনিয়া ফারিণের নামে।
জানা গেছে, প্রতিদিনই তার নামে তৈরি হচ্ছে একের পর এক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট। এর মধ্যে ১০টি আইডিতে ফারিণের অনুসারী এক লাখের বেশি, আর ৪টি আইডিতে দুই লাখের বেশি। তারপরেও ভুয়া অ্যাকাউন্টধারীরা এখানেই থেমে নেই। সম্প্রতি তার নাম ও ছবি ব্যবহার করে তৈরি একটি ভুয়া অ্যাকাউন্ট ভেরিফাইডের জন্য আবেদনও করা হয়েছে!
এ প্রসঙ্গে মিষ্টি হাসির এই অভিনেত্রী বলেন, গত বছর আমার ফেসবুক অ্যাকাউন্ট ও ফ্যান পেইজ হ্যাক হয়। যেটা এখনো আমি ফিরে পাইনি। এদিকে আমি কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় ফেসবুকে অনিয়মিত হয়ে পড়ি। এ সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই আমার নামে একাধিক আইডি খুলেছে।
তিনি বলেন, এমনকি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন শেয়ার করতে দেখা গেছে! তারা ইচ্ছামতো এটা-ওটা শেয়ার করে ব্যবসা করে যাচ্ছে। ব্যবসা করছে তারা, কিন্তু সামাজিকভাবে ছোট হতে হচ্ছে আমাকে। এসব অ্যাকাউন্ট নিয়ে প্রতিনিয়তই ঝামেলায় পড়তে হচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিপদে পড়ছি। এগুলো আমাকে খুব জ্বালাচ্ছে।
উল্লেখ্য, ঈদের পর সঞ্জয় সমদ্দারের ওয়েব ফিল্ম ‘ট্রল’ দিয়ে ছুটি কাটিয়ে ফের শুটিংয়ে অংশ নেন। বর্তমানে ‘এক্সের বিয়ে’ নামে একটি নাটকের শুটিং করছেন। এরইমধ্যে শেষ করেছেন মেহেদী হাসান জনির ‘আমার তুমি’ নাটকের শুটিংয়ে।
বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২০/এ