বিজনেস আওয়ার প্রতিবেদক: আগামী পাঁচ বছরের জন্য দেশের ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত মেয়াদে এসব প্রতিষ্ঠানকে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সংস্থাগুলোর নামের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে www.ecs.gov.bd দেওয়া হয়েছে।
অবশ্য যেসব সংস্থার নাম চূড়ান্ত করা হয়েছে তার মধ্যে ভুঁইফোড়, অস্তিত্বহীন প্রতিষ্ঠানও আছে। আইনে না থাকলেও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্তদের হাতে গড়া প্রতিষ্ঠানও নিবন্ধন পেয়েছে। এসব সংস্থা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করবে।
বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: