ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উগ্রবাদে সাধারণ শিক্ষার্থী ৭৪ ভাগ, মাদরাসার ২৩ ভাগ

  • পোস্ট হয়েছে : ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • 51

বিজনেস আওয়ার প্রতিবেদক : উগ্রবাদে জড়ানোর মধ্যে সাধারণ শিক্ষার শিক্ষার্থী ৭৪ ভাগ এবং মাদরাসার শিক্ষার্থী ২৩ ভাগ। জড়িতদের মধ্যে ১৫ থেকে ৩৪ বছর বয়সিরা হলেন শতকরা ৬৮ ভাগ। আর পড়াশুনা জানেন না এমন উগ্রবাদ রয়েছে শতকরা একভাগ।

ব্রাহ্মণবাড়িয়ার সকল শ্রেণি পেশার মানুষকে একত্রিত করে উগ্রবাদ প্রতিরোধে কাজ করানোর প্রয়াসে তিনদিন ব্যাপি জনসচেতনতামূলক কর্মশালা শুরু হয় মঙ্গলবার। এরই অংশ হিসেবে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার কর্মশালার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহগীর আলম। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন। বুধবারের আয়োজনেও তিনি সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ও কর্মশালার বিষয়বস্থ উপস্থাপনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি মো. জাহিদুল ইসলাম সোহাগ।

কর্মশালায় জানানো হয়, সরকারের কঠোর পদক্ষেপের কারণে জঙ্গিবাদ মাথা নুইয়েছে। তবে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ এখনো আছে। উগ্রবাদ দমনে পুলিশের বিশেষ টিম সোয়াট কাজ করছে। সোয়াটের টিমকে তথ্য দেওয়াসহ নানাভাবে সহায়তা করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়।

বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উগ্রবাদে সাধারণ শিক্ষার্থী ৭৪ ভাগ, মাদরাসার ২৩ ভাগ

পোস্ট হয়েছে : ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : উগ্রবাদে জড়ানোর মধ্যে সাধারণ শিক্ষার শিক্ষার্থী ৭৪ ভাগ এবং মাদরাসার শিক্ষার্থী ২৩ ভাগ। জড়িতদের মধ্যে ১৫ থেকে ৩৪ বছর বয়সিরা হলেন শতকরা ৬৮ ভাগ। আর পড়াশুনা জানেন না এমন উগ্রবাদ রয়েছে শতকরা একভাগ।

ব্রাহ্মণবাড়িয়ার সকল শ্রেণি পেশার মানুষকে একত্রিত করে উগ্রবাদ প্রতিরোধে কাজ করানোর প্রয়াসে তিনদিন ব্যাপি জনসচেতনতামূলক কর্মশালা শুরু হয় মঙ্গলবার। এরই অংশ হিসেবে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার কর্মশালার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহগীর আলম। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন। বুধবারের আয়োজনেও তিনি সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ও কর্মশালার বিষয়বস্থ উপস্থাপনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি মো. জাহিদুল ইসলাম সোহাগ।

কর্মশালায় জানানো হয়, সরকারের কঠোর পদক্ষেপের কারণে জঙ্গিবাদ মাথা নুইয়েছে। তবে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ এখনো আছে। উগ্রবাদ দমনে পুলিশের বিশেষ টিম সোয়াট কাজ করছে। সোয়াটের টিমকে তথ্য দেওয়াসহ নানাভাবে সহায়তা করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়।

বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: