বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯টির বা ২২.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিডিকমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে বিডিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.১০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৮.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডিকম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, মিরাকলের ৯.৮৭ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৮৬ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৭৮ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৭ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৬.৯৪ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৬.৭১ শতাংশ, আমরা টেকনোলজিসের ৫.৯১ শতাংশ এবং ওয়াইম্যাক্সের শেয়ার দর ৫.৭২ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর,২০২৩/পিএস