স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করছে অতিথি নিউজিল্যান্ড। শুরুর ধাক্কা সামলে উইল ইয়াং ও হেনরি নিকোলসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। ২৬ ওভার দুই উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১০৩ রান। তাদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৮৭ রান। ইয়াং ব্যাট করছেন ৪৯ রানে এবং নিকোলস ৩৭ রানে ব্যাট করছেন।
খেলার শুরুতেই বাংলাদেশ দলকে উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। লেগ সাইডে করা কাটার মাস্টারের লেন্থ ডেলিভারিটি উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। ক্যাচ লুফে নিতে ভুল করেননি লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা নুরুল হাসান সোহান। ২০ বলে ৯ রান করে বিদায় নেন অ্যালেন।
নিজের পরের ওভারে আবারও উইকেট নেন মোস্তাফিজ। তিনে নামা চ্যাড বোজেরও মুস্তাফিজের লেন্থ বলে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। এবারও সহজ ক্যাচ নেন সোহান। ১৬ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে ৩য় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ