ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ ওয়ানডেতে অধিনায়ক শান্ত, বিশ্রামে তামিম-লিটন

  • পোস্ট হয়েছে : ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • 90

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে রাখা হয়নি বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটারকে। বিশ্বকাপকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছিল তাদের। এই ম্যাচগুলোতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন লিটন কুমার দাস। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন তিনি।

এ জন্য প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তবে দ্বিতীয় ম্যাচে ফলাফল এসেছে। যেখানে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে আছে কিউইরা।

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।

বিজনেস আওয়ার/২৪ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেষ ওয়ানডেতে অধিনায়ক শান্ত, বিশ্রামে তামিম-লিটন

পোস্ট হয়েছে : ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে রাখা হয়নি বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটারকে। বিশ্বকাপকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছিল তাদের। এই ম্যাচগুলোতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন লিটন কুমার দাস। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন তিনি।

এ জন্য প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তবে দ্বিতীয় ম্যাচে ফলাফল এসেছে। যেখানে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে আছে কিউইরা।

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।

বিজনেস আওয়ার/২৪ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: