ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার নৌবহরে ইউক্রেনের হামলায় কমান্ডারসহ নিহত ৩৪

  • পোস্ট হয়েছে : ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • 43

আন্তর্জাতিক ডেস্ক : ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নৌবহরের কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। গত সপ্তাহে নজিরবিহীন এই হামলা চালিয়েছিল ইউক্রেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিশেষ বাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০৫ দখলদার। এই হামলাকে মস্কোর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ক্রিমিয়ায় ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলা পর একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। প্রথমে মন্ত্রণালয় বলেছিল এক সেনা নিহত হয়েছে। পরে নিখোঁজের কথা জানানো হয়।

শনিবার ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রুশ নৌবাহিনীর কর্তাদের একটি বৈঠক চলাকালে এ ঘটনা ঘটেছে। এই দাবির প্রসঙ্গে তাৎক্ষণিক মস্কোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেনের একটি সামরিক সূত্র জানিয়েছে, সেভাস্তোপোলে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। যা ব্রিটেন ও ফ্রান্স কিয়েভকে সহায়তা দেয়। ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাশিয়ার নৌবহরে ইউক্রেনের হামলায় কমান্ডারসহ নিহত ৩৪

পোস্ট হয়েছে : ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নৌবহরের কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। গত সপ্তাহে নজিরবিহীন এই হামলা চালিয়েছিল ইউক্রেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিশেষ বাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০৫ দখলদার। এই হামলাকে মস্কোর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ক্রিমিয়ায় ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলা পর একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। প্রথমে মন্ত্রণালয় বলেছিল এক সেনা নিহত হয়েছে। পরে নিখোঁজের কথা জানানো হয়।

শনিবার ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রুশ নৌবাহিনীর কর্তাদের একটি বৈঠক চলাকালে এ ঘটনা ঘটেছে। এই দাবির প্রসঙ্গে তাৎক্ষণিক মস্কোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেনের একটি সামরিক সূত্র জানিয়েছে, সেভাস্তোপোলে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। যা ব্রিটেন ও ফ্রান্স কিয়েভকে সহায়তা দেয়। ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: