বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলোচিত উপন্যাস ‘যাপিত জীবন’। আর এ উপন্যাসের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘যাপিত জীবন’ নামে সিনেমা। সরকারি অনুদানে চলচ্চিত্রটি নির্মাণ করছেন হাবিবুল ইসলাম হাবিব।
সিনেমাটির একটি টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ বেগম। ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ এমন কথায় সিচুয়েশনাল গানটির সুর ও সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ। আর গানের কথা লিখেছেন আসিফ ইকবাল।
এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) পিন্টু ঘোষের নিজস্ব স্টুডিওতে রেকর্ডিং হয় গানটির। এ সময় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, “গান গাইতে আমার সব সময় ভালো লাগে। বিগত দিনে আমার শ্রোতারা আমাকে এভাবে শুনেই অভ্যস্ত। সেখান থেকেই ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ গানটি করতে আমি আগ্রহ প্রকাশ করি। আসিফ ইকবাল অসাধারণ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এ ছাড়া পিন্টুর সুর আমাকে মুগ্ধ করেছে।”
ভাবনা বলেন, ‘ভাবনা যে সিনেমায় থাকবে সে সিনেমায় যদি ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের গান না থাকে তাহলে ঠিক জমে ওঠে না। একটি সিনেমায় এমন একজন মহান শিল্পীর গান থাকা মানেই সেই সিনেমার সার্বিক সৌন্দর্য বেড়ে যাওয়া। কী যে দারুণ গেয়েছেন তিনি, তা সত্যিই ব্যাখ্যা করে বোঝানোর মতো নয়। কবে যে শুনতে পাব এই গান! নিজেই যেন আর অপেক্ষা করতে পারছি না।’
‘যাপিত জীবন’ সিনেমায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, মৌসুমী হামিদ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াৎ, সমাপ্তিসহ অনেকে।
বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ