ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলে একই পরিবারের ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

  • পোস্ট হয়েছে : ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • 33

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে একই পরিবারের পাঁচ ফিলিস্তিনি সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। দেশটিতে আরব সংখ্যালঘুদের ওপর ভয়ংকর প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা এটি।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) উত্তর ইসরায়েলের বাসমাত তাবুন শহরে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যকে। তাদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ইহুদি-আরব অ্যাডভোকেসি এবং মনিটরিং গ্রুপ আব্রাহাম ইনিশিয়েটিভস নিহত এই পাঁচজনকে দম্পতি এবং তাদের তিনজন প্রাপ্তবয়স্ক সন্তান হিসাবে চিহ্নিত করেছে। পুলিশ বলেছে, তারা ঘটনাটিকে অপরাধ হিসাবে বিবেচনা করছে এবং সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে তল্লাশি করছে।

আব্রাহাম ইনিশিয়েটিভস অনুসারে, বুধবারের প্রাণহানির এই ঘটনায় চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলে নিহত ফিলিস্তিনি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে।

আল জাজিরা বলছে, ইসরায়েলের ৯৭ লাখ জনসংখ্যার মধ্যে ফিলিস্তিনি নাগরিকের সংখ্যা প্রায় ২০ শতাংশ। তারা দীর্ঘদিন ধরে ইহুদি এই ভূখণ্ডে দারিদ্র্য, বৈষম্য ও সরকারের অবহেলার শিকার।

ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গত বছরের শেষের দিকে দায়িত্ব নেওয়ার সময় ইসরায়েলে ফিলিস্তিনি সম্প্রদায়ের ‘অপরাধ’ দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ফিলিস্তিনি-বিরোধী উস্কানিদাতা হিসেবে পরিচিত বেন-গভির ফিলিস্তিনি শহর ও গ্রামে নিরাপত্তা নিশ্চিতের জন্য আপাতদৃষ্টিতে তেমন কিছু করেননি।

এর পরিবর্তে ইসরায়েলে সহিংসতা আরও তীব্র হয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বছরের একই সময়ে এই জাতীয় হত্যাকাণ্ডের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বিজনেস আওয়ার/২৮ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইসরায়েলে একই পরিবারের ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

পোস্ট হয়েছে : ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে একই পরিবারের পাঁচ ফিলিস্তিনি সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। দেশটিতে আরব সংখ্যালঘুদের ওপর ভয়ংকর প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা এটি।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) উত্তর ইসরায়েলের বাসমাত তাবুন শহরে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যকে। তাদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ইহুদি-আরব অ্যাডভোকেসি এবং মনিটরিং গ্রুপ আব্রাহাম ইনিশিয়েটিভস নিহত এই পাঁচজনকে দম্পতি এবং তাদের তিনজন প্রাপ্তবয়স্ক সন্তান হিসাবে চিহ্নিত করেছে। পুলিশ বলেছে, তারা ঘটনাটিকে অপরাধ হিসাবে বিবেচনা করছে এবং সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে তল্লাশি করছে।

আব্রাহাম ইনিশিয়েটিভস অনুসারে, বুধবারের প্রাণহানির এই ঘটনায় চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলে নিহত ফিলিস্তিনি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে।

আল জাজিরা বলছে, ইসরায়েলের ৯৭ লাখ জনসংখ্যার মধ্যে ফিলিস্তিনি নাগরিকের সংখ্যা প্রায় ২০ শতাংশ। তারা দীর্ঘদিন ধরে ইহুদি এই ভূখণ্ডে দারিদ্র্য, বৈষম্য ও সরকারের অবহেলার শিকার।

ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গত বছরের শেষের দিকে দায়িত্ব নেওয়ার সময় ইসরায়েলে ফিলিস্তিনি সম্প্রদায়ের ‘অপরাধ’ দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ফিলিস্তিনি-বিরোধী উস্কানিদাতা হিসেবে পরিচিত বেন-গভির ফিলিস্তিনি শহর ও গ্রামে নিরাপত্তা নিশ্চিতের জন্য আপাতদৃষ্টিতে তেমন কিছু করেননি।

এর পরিবর্তে ইসরায়েলে সহিংসতা আরও তীব্র হয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বছরের একই সময়ে এই জাতীয় হত্যাকাণ্ডের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বিজনেস আওয়ার/২৮ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: