বিজনেস আওয়ার প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন ভণ্ডুল করার অনেক অপচেষ্টা হচ্ছে। বিদেশিরা তাদের নির্বাচন ভণ্ডুলের বাতাস দিচ্ছে, আর সেই বাতাসে ফখরুল সাহেব, আমির খসরু সাহেব, শ্যামা ওবায়েদ ও নিপুন রায় লাফায়। এই লাফালাফি করে কোনো লাভ হবে না।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপনে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সেই নির্বাচনে বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা আবার ক্ষমতায় বসবেন। আপনারা যেমন ২০১৪ সালের নির্বাচন বর্জন করে ভেবেছিলেন সরকার টিকবে না, ’১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ভেবেছিলেন সরকার টিকবে না, সাড়ে চার বছর পূর্ণ করেছি আর তিন মাসের মাথায় পাঁচ বছর পূর্ণ হবে। আগামী নির্বাচনেও আসলে ভালো, না আসলে কোনো অসুবিধা নেই। আমরা চাই আপনারা নির্বাচনে আসুন।
আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, আপনারা আগামী মাসে ফাইনাল খেলার ডাক দিয়েছেন, আমরা চাই খেলতে। আমি ফাইনাল খেলার কথা বাদ দিলাম, বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটামের ৭২ ঘণ্টা পার হয়ে গেছে, সেমিফাইনালে আপনারা পরাজিত হয়ে গেছেন। সেমিফাইনালের পড়ে ফাইনাল খেলতে পারবেন কি না সেই শঙ্কা আছে। আপনারা আসুন আর না আসুন, দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজনেস আওয়ার/২৯ সেপ্টেম্বর, ২০২৩/পিএস