বিজনেস আওয়ার প্রতিবেদক : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সৃষ্ট মেঘমালার কারণে দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথায় ভারী থেকে অধি ভারী বৃষ্টিও হতে পারে। আগামী তিন দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২৩/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: