ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে ভবনে আগুন, নিহত ৬

  • পোস্ট হয়েছে : ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • 71

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় একটি ভবনে আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪০ জন। শুক্রবার ভোরে গোরেগাঁও এর মহাত্মা গান্ধী রোডের ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

আনন্দবাজারে বলা হয়, শুক্রবার ভোর ৩টা ৫ মিনিটে ওই বহুতলে আগুন লাগে। সেই আগুন এক তলার বেশ কয়েকটি দোকান এবং গাড়ি রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বের হতে না পেরে নিজেদের ফ্ল্যাটেই আটকা পড়েন আবাসিকরা। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন আবাসিক বহুতলের ছাদে উঠে যান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন এবং পাঁচটি জলের ট্যাঙ্কার। অ্যাম্বুল্যান্সেও খবর দেওয়া হয়। এরপর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। পরে আহতদের উদ্ধারকাজ শুরু হয়।

দমকল বিভাগ জানিয়েছে, এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। কী করে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও দমকল সূত্রে খবর।

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতে ভবনে আগুন, নিহত ৬

পোস্ট হয়েছে : ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় একটি ভবনে আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪০ জন। শুক্রবার ভোরে গোরেগাঁও এর মহাত্মা গান্ধী রোডের ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

আনন্দবাজারে বলা হয়, শুক্রবার ভোর ৩টা ৫ মিনিটে ওই বহুতলে আগুন লাগে। সেই আগুন এক তলার বেশ কয়েকটি দোকান এবং গাড়ি রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বের হতে না পেরে নিজেদের ফ্ল্যাটেই আটকা পড়েন আবাসিকরা। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন আবাসিক বহুতলের ছাদে উঠে যান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন এবং পাঁচটি জলের ট্যাঙ্কার। অ্যাম্বুল্যান্সেও খবর দেওয়া হয়। এরপর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। পরে আহতদের উদ্ধারকাজ শুরু হয়।

দমকল বিভাগ জানিয়েছে, এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। কী করে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও দমকল সূত্রে খবর।

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: