বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের কার্যদিবসের মতো সোমবারও (০৯ অক্টোবর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আজ যেসব কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে তার মধ্যে কম সংখ্যক প্রতিষ্ঠানের দর বেড়েছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৯.৬০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে একহাজার ৩৫০.০৯ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.৩৭ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে ২৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির বা ১০.২৫ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১০৭টির বা ৩৭.৮১ শতাংশের এবং ১৪৭টির বা ৫১.৯৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪২৬ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৮ কোটি ২৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৮৪ লাখ টাকা।
এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৩.৭১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৮.৪২ পয়েন্ট এবং সিএসআই ০.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৩৭.৯৮ পয়েন্টে এবং একহাজার ১৬১.৯৭ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ০.৩০ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ০.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৩০.৭০ পয়েন্টে এবং একহাজার ৩০৫.৫৩ পয়েন্টে।
আজ সিএসইতে ১২৪টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১৩ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২৩/পিএস