ঢাকা , মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এক চোখওয়ালা বাছুরের জন্ম, দেখতে জনতার ভিড়

  • পোস্ট হয়েছে : ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • 75

বিজনেস আওয়ার প্রতিনিধি: অদ্ভুত এক গরুর বাছুর জন্ম নিয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়। হঠাৎ করে তাকে দেখলে যে কারও মনে পড়ে যাবে গ্রিক পুরাণে বর্ণনা করা এক চোখের দানব সাইক্লোপসের কথা। ‘এক চোখ’ ও নাক ছাড়া জন্মানো এই বাছুরকে দেখতে দূর-দূরান্ত থেকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইলে ছুটে আসছেন মানুষ।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল দক্ষিণ পাড়ার বাসিন্দা আজগর আলী আকন্দ ওরফে লালুর (৭০) বাড়িতে তার পালিত গাভী থেকে ওই বাছুরটির জন্ম হয়।

বৃদ্ধ লালু জানান, গরু-বাছুর পালন করেই আমার দিন যায়। আমার একটা গাভী আজ বাছুর জন্ম দিয়েছে। তার কোনো নাক নেই, একটা চোখ আছে কপালে। বাঁচবে না মরে যাবে বলতে পারছি না। বহু লোক দেখার জন্য আসছে।

প্রতিবেশী একজন জানান, আমাদের প্রতিবেশির গাভীর একটা বাছুর হয়েছে, বাছুরটা ব্যতিক্রম। বাছুরটার একটা চোখ, নাক নেই, জিহবা লম্বা, নাক না থাকায় মুখদিয়ে নিঃশ্বাস নিচ্ছে। বাছুরটা অন্য সাইজের, দেখতে ভয়ানক।

স্থানীয় কাউন্সিলর হাবিবুল রহমান চৌধুরী বলেন, ‘আমার ওয়ার্ডে লালু আকন্দের বাড়িতে একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির নাক নেই এবং চোখ একটি। বাছুরই একরকম ‘অলৌকিক’, তাই তা দেখার জন্য এলাকাবাসীর ঢল পড়ে গেছে। বাছুরটি বেঁচে থাকলে চিড়িয়াখানায় রাখা যেতে পারে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাগরিকা কার্জ্জী বলেন, ‘উপজেলার মুন্দাইলের দক্ষিণ পাড়া গ্রামের আজগর আলী লালু আকন্দের বাড়িতে একটি বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে। জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এসব বাছুর খুব স্বল্প মেয়াদে বাঁচে। বলা যায় কয়েক ঘণ্টা বা কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে।’

বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

এক চোখওয়ালা বাছুরের জন্ম, দেখতে জনতার ভিড়

পোস্ট হয়েছে : ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিনিধি: অদ্ভুত এক গরুর বাছুর জন্ম নিয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়। হঠাৎ করে তাকে দেখলে যে কারও মনে পড়ে যাবে গ্রিক পুরাণে বর্ণনা করা এক চোখের দানব সাইক্লোপসের কথা। ‘এক চোখ’ ও নাক ছাড়া জন্মানো এই বাছুরকে দেখতে দূর-দূরান্ত থেকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইলে ছুটে আসছেন মানুষ।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল দক্ষিণ পাড়ার বাসিন্দা আজগর আলী আকন্দ ওরফে লালুর (৭০) বাড়িতে তার পালিত গাভী থেকে ওই বাছুরটির জন্ম হয়।

বৃদ্ধ লালু জানান, গরু-বাছুর পালন করেই আমার দিন যায়। আমার একটা গাভী আজ বাছুর জন্ম দিয়েছে। তার কোনো নাক নেই, একটা চোখ আছে কপালে। বাঁচবে না মরে যাবে বলতে পারছি না। বহু লোক দেখার জন্য আসছে।

প্রতিবেশী একজন জানান, আমাদের প্রতিবেশির গাভীর একটা বাছুর হয়েছে, বাছুরটা ব্যতিক্রম। বাছুরটার একটা চোখ, নাক নেই, জিহবা লম্বা, নাক না থাকায় মুখদিয়ে নিঃশ্বাস নিচ্ছে। বাছুরটা অন্য সাইজের, দেখতে ভয়ানক।

স্থানীয় কাউন্সিলর হাবিবুল রহমান চৌধুরী বলেন, ‘আমার ওয়ার্ডে লালু আকন্দের বাড়িতে একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির নাক নেই এবং চোখ একটি। বাছুরই একরকম ‘অলৌকিক’, তাই তা দেখার জন্য এলাকাবাসীর ঢল পড়ে গেছে। বাছুরটি বেঁচে থাকলে চিড়িয়াখানায় রাখা যেতে পারে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাগরিকা কার্জ্জী বলেন, ‘উপজেলার মুন্দাইলের দক্ষিণ পাড়া গ্রামের আজগর আলী লালু আকন্দের বাড়িতে একটি বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে। জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এসব বাছুর খুব স্বল্প মেয়াদে বাঁচে। বলা যায় কয়েক ঘণ্টা বা কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে।’

বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: