ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে চালের নতুন দাম

  • পোস্ট হয়েছে : ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক: অস্থিরতা ঠেকাতে চালের নতুন দাম বেঁধে দিয়েছে সরকার। নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের মিনিকেট চাল (৫০ কেজির বস্তা) ২৫৭৫ টাকার বেশি দামে ব্যবসায়ীরা বিক্রি করতে পারবেন না। ব্রি ২৮-সহ মাঝারি মানের চালের (৫০ কেজির বস্তা) দাম নির্ধারণ করা হয়েছে ২১৫০ থেকে ২২৫০ টাকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে এ দাম কার্যকর হবে।

গতকাল মঙ্গলবার খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে চালের এই দাম কার্যকর হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত মূল্য বাস্তবায়ন না হলে ১০ দিনের মধ্যে সরকার সরু চাল আমদানির অনুমতি দেবে।

বৈঠকে চাল ব্যবসায়ীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, আগামী একমাস কোনোভাবেই চালের দাম বাড়ানো যাবে না। অর্থাৎ গোটা অক্টোবর মাসে সরকার নির্ধারিত এই দরেই চাল বিক্রি করতে হবে। ব্যবসায়ীরা সেটা না মানলে একদিকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, অন্যদিকে সরকার চাল আমদানির অনুমতি দিয়ে দেবে।

উল্লেখ্য, গত কিছুদিন থেকেই চালের বাজারে দেখা দিচ্ছে অস্থিরতা। পাইকারি ও খুচরা বাজারে অব্যাহতভাবে চালের দাম বাড়ছে। দেশের প্রায় অর্ধেক জেলায় বন্যা পরিস্থিতির অজুহাতে তারা দাম বাড়িয়ে চলছেন। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে চালকল মালিকদের নিয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আজ থেকে চালের নতুন দাম

পোস্ট হয়েছে : ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: অস্থিরতা ঠেকাতে চালের নতুন দাম বেঁধে দিয়েছে সরকার। নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের মিনিকেট চাল (৫০ কেজির বস্তা) ২৫৭৫ টাকার বেশি দামে ব্যবসায়ীরা বিক্রি করতে পারবেন না। ব্রি ২৮-সহ মাঝারি মানের চালের (৫০ কেজির বস্তা) দাম নির্ধারণ করা হয়েছে ২১৫০ থেকে ২২৫০ টাকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে এ দাম কার্যকর হবে।

গতকাল মঙ্গলবার খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে চালের এই দাম কার্যকর হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত মূল্য বাস্তবায়ন না হলে ১০ দিনের মধ্যে সরকার সরু চাল আমদানির অনুমতি দেবে।

বৈঠকে চাল ব্যবসায়ীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, আগামী একমাস কোনোভাবেই চালের দাম বাড়ানো যাবে না। অর্থাৎ গোটা অক্টোবর মাসে সরকার নির্ধারিত এই দরেই চাল বিক্রি করতে হবে। ব্যবসায়ীরা সেটা না মানলে একদিকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, অন্যদিকে সরকার চাল আমদানির অনুমতি দিয়ে দেবে।

উল্লেখ্য, গত কিছুদিন থেকেই চালের বাজারে দেখা দিচ্ছে অস্থিরতা। পাইকারি ও খুচরা বাজারে অব্যাহতভাবে চালের দাম বাড়ছে। দেশের প্রায় অর্ধেক জেলায় বন্যা পরিস্থিতির অজুহাতে তারা দাম বাড়িয়ে চলছেন। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে চালকল মালিকদের নিয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: