ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আইফোন ১৫ কিনতে এক ইউটিউবারের কাণ্ড

  • পোস্ট হয়েছে : ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • 46

আন্তর্জাতিক ডেস্ক: পরনে নোংরা ও ছেড়া জামাকাপড়। গা ভর্তি ময়লা, মুখে-গলায় কাল। চুল এলোমেলো। এক কথায় দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকা ভবঘুরে ভিক্ষুক। সেই ভিক্ষুক ঢুকলেন আইফোনের শো-রুমে। যতদ্রুত খুচরা পয়সা দিয়ে নোংরা ভিক্ষুককে বিদায় করতে দৌড়ে আসেন দোকানকর্মীরা।

কিন্তু ওই ভিক্ষুকের কথায় রীতিমতো চমকে ওঠেন দোকানকর্মীরা। বলে কি এই ভিখারি! ভুল শোনেননি তো তারা!

ভিক্ষুক জানান, তিনি আইফোন ১৫ কিনতে এসেছেন। বলেই একটি বস্তা থেকে অগণিত কয়েক ফ্লোরে ঢেলে দেন। কয়েনগুলো গুনলে লাখ টাকার বেশি হবে বলে জানান তিনি।

সম্প্রতি ভারতের রাজস্থানের যোধপুরে একটি দোকানের এই ঘটনা ঘটে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

অবশ্য গোটা ঘটনাই ছিল ওই ভিখারির পূর্বপরিকল্পিত। তিনি কোনো ছিন্নমূল, ভবঘুরে বা ভিক্ষুক নন, তিনি একজন ইউটিউবার।

আইফোন ১৫ কিনতে এমন কাণ্ড ঘটিয়ে তা নিজের ইউটিউবে প্রচারই ছিল তার উদ্দেশ্য। সেজন্য ভিক্ষুকের বেশ ধারণ করে মোবাইলফোন শো-রুমে গিয়েছিলেন তিনি। বিক্রেতাদের চমকে দিতে ও তাদের প্রতিক্রিয়া দেখতে গিয়েছিলেন তিনি।

সেক্ষেত্রে পুরোপুরি সফল এই ইউটিউবার। প্রথমে চমকে যায় দোকানকর্মীরা। পরে খুচরা পয়সা দেখে তাদের চোখ ছানাবড়া। খুচরা পয়সার বিনিময়ে আইফোন বিক্রি করতে প্রথমে রাজি হননি বিক্রেতারা। অনেক অনুরোধের পর তারা রাজি হন।

রাজি হওয়া মাত্রই ওই ইউটিউবার নিজের পরিচয় দেন। এরপর পয়সাগুলো থরে থরে সাজিয়ে গোনা শুরু করেন দোকানকর্মীরা। এবং সেই পয়সাগুলো দিয়ে আইফোন কেনেন ভিখারিবেশী ওই ইউটিউবার।

গোটা ঘটনাই নেটিজেনদের মনে ধরেছে। ‘এক্সপেরিমেন্ট কিং’ নামে তার ইউটিউব চ্যানেল ভিডিওটি পোস্টের পর ইতোমধ্যে ৩৬ লাখ ভিউ হয়ে গেছে। মন্তব্যের ঘরে অনেকেই ইউটিউবারের অভিনয়ের প্রশংসা করেছেন।

তথ্যসূত্র: এআরওয়াই নিউজ, আনন্দবাজার পত্রিকা

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইফোন ১৫ কিনতে এক ইউটিউবারের কাণ্ড

পোস্ট হয়েছে : ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: পরনে নোংরা ও ছেড়া জামাকাপড়। গা ভর্তি ময়লা, মুখে-গলায় কাল। চুল এলোমেলো। এক কথায় দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকা ভবঘুরে ভিক্ষুক। সেই ভিক্ষুক ঢুকলেন আইফোনের শো-রুমে। যতদ্রুত খুচরা পয়সা দিয়ে নোংরা ভিক্ষুককে বিদায় করতে দৌড়ে আসেন দোকানকর্মীরা।

কিন্তু ওই ভিক্ষুকের কথায় রীতিমতো চমকে ওঠেন দোকানকর্মীরা। বলে কি এই ভিখারি! ভুল শোনেননি তো তারা!

ভিক্ষুক জানান, তিনি আইফোন ১৫ কিনতে এসেছেন। বলেই একটি বস্তা থেকে অগণিত কয়েক ফ্লোরে ঢেলে দেন। কয়েনগুলো গুনলে লাখ টাকার বেশি হবে বলে জানান তিনি।

সম্প্রতি ভারতের রাজস্থানের যোধপুরে একটি দোকানের এই ঘটনা ঘটে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

অবশ্য গোটা ঘটনাই ছিল ওই ভিখারির পূর্বপরিকল্পিত। তিনি কোনো ছিন্নমূল, ভবঘুরে বা ভিক্ষুক নন, তিনি একজন ইউটিউবার।

আইফোন ১৫ কিনতে এমন কাণ্ড ঘটিয়ে তা নিজের ইউটিউবে প্রচারই ছিল তার উদ্দেশ্য। সেজন্য ভিক্ষুকের বেশ ধারণ করে মোবাইলফোন শো-রুমে গিয়েছিলেন তিনি। বিক্রেতাদের চমকে দিতে ও তাদের প্রতিক্রিয়া দেখতে গিয়েছিলেন তিনি।

সেক্ষেত্রে পুরোপুরি সফল এই ইউটিউবার। প্রথমে চমকে যায় দোকানকর্মীরা। পরে খুচরা পয়সা দেখে তাদের চোখ ছানাবড়া। খুচরা পয়সার বিনিময়ে আইফোন বিক্রি করতে প্রথমে রাজি হননি বিক্রেতারা। অনেক অনুরোধের পর তারা রাজি হন।

রাজি হওয়া মাত্রই ওই ইউটিউবার নিজের পরিচয় দেন। এরপর পয়সাগুলো থরে থরে সাজিয়ে গোনা শুরু করেন দোকানকর্মীরা। এবং সেই পয়সাগুলো দিয়ে আইফোন কেনেন ভিখারিবেশী ওই ইউটিউবার।

গোটা ঘটনাই নেটিজেনদের মনে ধরেছে। ‘এক্সপেরিমেন্ট কিং’ নামে তার ইউটিউব চ্যানেল ভিডিওটি পোস্টের পর ইতোমধ্যে ৩৬ লাখ ভিউ হয়ে গেছে। মন্তব্যের ঘরে অনেকেই ইউটিউবারের অভিনয়ের প্রশংসা করেছেন।

তথ্যসূত্র: এআরওয়াই নিউজ, আনন্দবাজার পত্রিকা

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: