ঢাকা , মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত, বাড়ি-ঘরে ভাংচুর-লুটপাট

  • পোস্ট হয়েছে : ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • 68

ঝিনাইদহ প্রতিনিধি: জেলার শৈলকুপায় আওয়ামী লীগের দু’পক্ষের দ্বন্দের জেরে হাবিবুর রহমান রিপন নামের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার আবাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন আবাইপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং মিন গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। এ ঘটনায় আমিনুর কাজী ও রাসেল হোসেন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিনের সমর্থক রঞ্জু হোসেন ও সাবেক চেয়ারম্যান মুক্তার মৃধার সমর্থক হাবিবুর রহমান রিপনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ অক্টোবর রিপন মেম্বরের সমর্থক মুস্তাক হোসেনকে পিটিয়ে আহত করে রঞ্জু হোসেনের সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদে রিপন মেম্বররের সমর্থকরা রঞ্জু হোসেনের সমর্থক টোটন হোসেনকে পিটিয়ে আহত করে।

এ নিয়ে গতকাল রাতে দু’পক্ষের বিরোধ মিমাংশায় কয়েক দফা শৈলকুপা থানায় বৈঠক হলেও তা অমিমাংশিত থেকে যায়। পরে থানা থেকে রিপন মেম্বরসহ কয়েকজন মোটরসাইকেলযোগে গভীর রাতে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আবাইপুর বাজারে পৌছালে প্রতিপক্ষরা ইউপি সদস্য রিপন, আমিনুর কাজী ও রাসেলের উপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আজ ভোরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে হাবিবুর রহমান রিপনকে মৃত ঘোষনা করে চিকিৎসক।

এ ঘটনায় নিহত ইউপি সদস্য রিপন গ্রুপের লোকজন সোমবার সকালে প্রতিপক্ষ মীন গ্রামের রঞ্জু হোসেনের বাড়িসহ তার সমর্থক জাহাঙ্গীর হোসেন, শাহাজাহান, মহিদুল, খবির, হবিবার, নায়েব, বোরহানসহ অন্তত ১৫জনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি-ঘর
ভাংচুর, স্বর্ণালংকারসহ টাকা পয়সা, গরু-ছাগল লুটের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শৈলকুপা সার্কেল সহকারী পুলিশ সুপার অমিত বর্মন জানান, সামাজিক বিরোধের জের ধরে রিপন নামের এক ইউপি সদস্য খুন ও ২জন আহত হয়েছে। এ ঘটনায় কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। তবে এলাকায় উত্তেজনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে। নিহতের স্বজনরা থানায় মামলা করলে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত, বাড়ি-ঘরে ভাংচুর-লুটপাট

পোস্ট হয়েছে : ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

ঝিনাইদহ প্রতিনিধি: জেলার শৈলকুপায় আওয়ামী লীগের দু’পক্ষের দ্বন্দের জেরে হাবিবুর রহমান রিপন নামের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার আবাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন আবাইপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং মিন গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। এ ঘটনায় আমিনুর কাজী ও রাসেল হোসেন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিনের সমর্থক রঞ্জু হোসেন ও সাবেক চেয়ারম্যান মুক্তার মৃধার সমর্থক হাবিবুর রহমান রিপনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ অক্টোবর রিপন মেম্বরের সমর্থক মুস্তাক হোসেনকে পিটিয়ে আহত করে রঞ্জু হোসেনের সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদে রিপন মেম্বররের সমর্থকরা রঞ্জু হোসেনের সমর্থক টোটন হোসেনকে পিটিয়ে আহত করে।

এ নিয়ে গতকাল রাতে দু’পক্ষের বিরোধ মিমাংশায় কয়েক দফা শৈলকুপা থানায় বৈঠক হলেও তা অমিমাংশিত থেকে যায়। পরে থানা থেকে রিপন মেম্বরসহ কয়েকজন মোটরসাইকেলযোগে গভীর রাতে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আবাইপুর বাজারে পৌছালে প্রতিপক্ষরা ইউপি সদস্য রিপন, আমিনুর কাজী ও রাসেলের উপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আজ ভোরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে হাবিবুর রহমান রিপনকে মৃত ঘোষনা করে চিকিৎসক।

এ ঘটনায় নিহত ইউপি সদস্য রিপন গ্রুপের লোকজন সোমবার সকালে প্রতিপক্ষ মীন গ্রামের রঞ্জু হোসেনের বাড়িসহ তার সমর্থক জাহাঙ্গীর হোসেন, শাহাজাহান, মহিদুল, খবির, হবিবার, নায়েব, বোরহানসহ অন্তত ১৫জনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি-ঘর
ভাংচুর, স্বর্ণালংকারসহ টাকা পয়সা, গরু-ছাগল লুটের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শৈলকুপা সার্কেল সহকারী পুলিশ সুপার অমিত বর্মন জানান, সামাজিক বিরোধের জের ধরে রিপন নামের এক ইউপি সদস্য খুন ও ২জন আহত হয়েছে। এ ঘটনায় কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। তবে এলাকায় উত্তেজনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে। নিহতের স্বজনরা থানায় মামলা করলে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: