ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাতে ঘুমের আগে এগুলো পান করুন, ওজন কমে যাবে!

  • পোস্ট হয়েছে : ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • 62

বিজনেস আওয়ার ডেস্ক: অনেকেই নিজের বাড়তি ওজন নিয়ে চিন্তিত থাকেন। সেই সঙ্গে আরোও চিন্তা হয় কিভাবে বাড়তি ওয়জন ঝরাবেন। ওজন কমানোর জন্য সারাদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত খাদ্যআঁশ রাখার পাশাপাশি আপনাকে প্রচুর পানি পান করতে হবে। সেই সঙ্গে দ্রুত ওজন কমানোর জন্য ঘুমানোর আগে পান করুন এগুলো:

মেথি জল
এই পানীয় খাবার হজমে সাহায্য করে। ১ চা চামচ মেথি হালকা ভেঙ্গে নিন। এবার এক কাপ ফুটন্ত পানিতে এই আধাভাঙ্গা মেথি দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। ঘুমানোর অন্তত আধাঘণ্টা আগে পান করুন মেথি জল।

শসা ও পার্সলের রস
এই সবুজ পানীয় প্রতিদিন পান করলে ওজন কমাতে সাহায্য করে। কয়েক টুকরা শসা ও অল্প কিছু পার্সলে পাতা, আধা চা চামচ আদা কুঁচি ও ১ চা চামচ লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে বানান এই পানীয়। ঘুমানোর আগে পান করা ওজন কমানোর জন্যা ভালো।

অ্যালোভেরার রস
কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে অন্ত্র সুস্থ রাখতে ভূমিকা রাখে অ্যালোভেরা। একটি পাতা দুভাগ করে চামচ দিয়ে তার জেল বের করে নিন। এবার এই জেল এক কাপ পানির সঙ্গে ব্লেন্ড করে খেয়ে ফেলুন ঘুমের আগে।

হলুদ মেশানো দুধ
ঠান্ডা-কাশি ও ত্বকের সমস্যা দূর করার পাশাপাশি হলুদ মেশানো দুধ ওজন কমাতেও ভূমিকা রাখে। এটি মেটাবোলিজম বাড়াতে সাহায্য করে। এক কাপ দুধে ১ চা চামচ হলুদ গুড়া ফুটিয়ে এই পানীয় বানাতে পারেন। আবার এক ইঞ্চি কাঁচা হলুদের টুকরো ছেঁচে নিয়েও দুধের সঙ্গে জ্বাল দিয়ে বানিয়ে নিতে পারেন হলুদ মেশানো দুধ।

দারুচিনি চা
মেটাবলিজম বাড়াতে দারুণ কার্যকরি এই মসলা। এতে একইসঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টিবায়োটিক গুণাবলী রয়েছে। দারুচিনি চা দারুণ ডিটক্স হিসেবেও কাজ করে। এ কাপ গরম পানিতে ১ চা চামচ দারুচিনি গুঁড়া দিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। ঘুমানোর অন্তত আধাঘণ্টা আগে পান করুন এই চা।

ক্যামোমাইল চা
ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফ্ল্যাভোনইড সমৃদ্ধ ক্যামোমাইল চা ওজন কমাতে সাহায্য করে। এটি শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতেও কার্যকরী। স্বাভাবিক চায়ের নিয়মেই বানিয়ে নিন গরম গরম ক্যামোমাইল চা।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাতে ঘুমের আগে এগুলো পান করুন, ওজন কমে যাবে!

পোস্ট হয়েছে : ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

বিজনেস আওয়ার ডেস্ক: অনেকেই নিজের বাড়তি ওজন নিয়ে চিন্তিত থাকেন। সেই সঙ্গে আরোও চিন্তা হয় কিভাবে বাড়তি ওয়জন ঝরাবেন। ওজন কমানোর জন্য সারাদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত খাদ্যআঁশ রাখার পাশাপাশি আপনাকে প্রচুর পানি পান করতে হবে। সেই সঙ্গে দ্রুত ওজন কমানোর জন্য ঘুমানোর আগে পান করুন এগুলো:

মেথি জল
এই পানীয় খাবার হজমে সাহায্য করে। ১ চা চামচ মেথি হালকা ভেঙ্গে নিন। এবার এক কাপ ফুটন্ত পানিতে এই আধাভাঙ্গা মেথি দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। ঘুমানোর অন্তত আধাঘণ্টা আগে পান করুন মেথি জল।

শসা ও পার্সলের রস
এই সবুজ পানীয় প্রতিদিন পান করলে ওজন কমাতে সাহায্য করে। কয়েক টুকরা শসা ও অল্প কিছু পার্সলে পাতা, আধা চা চামচ আদা কুঁচি ও ১ চা চামচ লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে বানান এই পানীয়। ঘুমানোর আগে পান করা ওজন কমানোর জন্যা ভালো।

অ্যালোভেরার রস
কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে অন্ত্র সুস্থ রাখতে ভূমিকা রাখে অ্যালোভেরা। একটি পাতা দুভাগ করে চামচ দিয়ে তার জেল বের করে নিন। এবার এই জেল এক কাপ পানির সঙ্গে ব্লেন্ড করে খেয়ে ফেলুন ঘুমের আগে।

হলুদ মেশানো দুধ
ঠান্ডা-কাশি ও ত্বকের সমস্যা দূর করার পাশাপাশি হলুদ মেশানো দুধ ওজন কমাতেও ভূমিকা রাখে। এটি মেটাবোলিজম বাড়াতে সাহায্য করে। এক কাপ দুধে ১ চা চামচ হলুদ গুড়া ফুটিয়ে এই পানীয় বানাতে পারেন। আবার এক ইঞ্চি কাঁচা হলুদের টুকরো ছেঁচে নিয়েও দুধের সঙ্গে জ্বাল দিয়ে বানিয়ে নিতে পারেন হলুদ মেশানো দুধ।

দারুচিনি চা
মেটাবলিজম বাড়াতে দারুণ কার্যকরি এই মসলা। এতে একইসঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টিবায়োটিক গুণাবলী রয়েছে। দারুচিনি চা দারুণ ডিটক্স হিসেবেও কাজ করে। এ কাপ গরম পানিতে ১ চা চামচ দারুচিনি গুঁড়া দিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। ঘুমানোর অন্তত আধাঘণ্টা আগে পান করুন এই চা।

ক্যামোমাইল চা
ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফ্ল্যাভোনইড সমৃদ্ধ ক্যামোমাইল চা ওজন কমাতে সাহায্য করে। এটি শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতেও কার্যকরী। স্বাভাবিক চায়ের নিয়মেই বানিয়ে নিন গরম গরম ক্যামোমাইল চা।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: