বিজনেস আওয়ার প্রতিবেদক: সারাদেশের প্রতিটি ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এর অংশ হিসেবে প্রতিটি ইউনিয়ন থেকে দুটি বিদ্যালয়ের তথ্য আগামী বৃহস্পতিবারের (১৯ অক্টোবর) মধ্যে পাঠাতে হবে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের প্রতিটি ইউনিয়নের একটি বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তর করার জন্য সরকার একটি প্রকল্প গ্রহণ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষক বেশি, খেলার মাঠ ও জমির পরিমাণ বেশি, বিদ্যালয়ের অবকাঠামো ভালো, যাতায়াত ব্যবস্থা ভালো এবং অন্যান্য সুবিধা রয়েছে— এসব বিবেচনায় নিয়ে মডেল বিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
ভবিষ্যতে ওই বিদ্যালয়কে ইউনিয়নের কেন্দ্রীয় বিদ্যালয় হিসেবে বিদ্যালয়কেন্দ্রীক সব কার্যক্রমের হাব হিসেবে ব্যবহার হবে। বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয় হিসেবে রূপান্তরের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের আওতাভুক্ত করা হবে বলেও জানানো হয়।
বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২৩/এএইচএ