ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকার পরিবর্তন করতে সমাবেশ, কর্মসূচি কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন হবে না। নির্বাচনে আসতে হবে। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন ঘোষিত তারিখে আপনারা নির্বাচনে আসবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবার বিএনপির গণসমাবেশ, তারা একের পর এক সমাবেশ, কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা বলছে, এভাবে লাগাতার কর্মসূচি দিয়ে যাবে। তারা যেটা চাচ্ছে, সেটা হলো সরকার পতন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষ যদি আপনাদের ভোট দেয়, অবশ্যই জয়যুক্ত হলে সেখানে যাবেন। এই ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও-পোড়াও ২০১৪-১৫’তে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রাটা কতখানি ছিল। ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। সেটাই আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছে, বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি, তারা একবার ভুল করেছেন; আরেকবার ভুল করলে এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।

‘১০ লাখ মানুষ অবস্থান করবে’ এই ধরনের কোনও গোয়েন্দা তথ্য রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি, আমাদের কাছে বিএনপির নেতাকর্মীরা যেভাবে বলছেন, সেগুলোর উপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে।

বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকার পরিবর্তন করতে সমাবেশ, কর্মসূচি কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন হবে না। নির্বাচনে আসতে হবে। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন ঘোষিত তারিখে আপনারা নির্বাচনে আসবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবার বিএনপির গণসমাবেশ, তারা একের পর এক সমাবেশ, কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা বলছে, এভাবে লাগাতার কর্মসূচি দিয়ে যাবে। তারা যেটা চাচ্ছে, সেটা হলো সরকার পতন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষ যদি আপনাদের ভোট দেয়, অবশ্যই জয়যুক্ত হলে সেখানে যাবেন। এই ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও-পোড়াও ২০১৪-১৫’তে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রাটা কতখানি ছিল। ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। সেটাই আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছে, বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি, তারা একবার ভুল করেছেন; আরেকবার ভুল করলে এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।

‘১০ লাখ মানুষ অবস্থান করবে’ এই ধরনের কোনও গোয়েন্দা তথ্য রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি, আমাদের কাছে বিএনপির নেতাকর্মীরা যেভাবে বলছেন, সেগুলোর উপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে।

বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: