ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেনের সফর কালেও গাজায় ইসরায়েলের বোমা হামলা

  • পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • 56

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার বন্ধু রাষ্ট্র ইসরায়েল সফর করছেন। তিনি দেশটিতে পৌঁছামাত্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভারী বোমা হামলা শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার বাইডেনের ইসরায়েল সফরের কথা জানান। গত বৃহস্পতিবার তিনি ইসরায়েল সফরে যান।

আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। গাজার খান ইউনিস এলাকা থেকে তাদের সংবাদকর্মী হানি আবু ইশেবা এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) উত্তর গাজার আল আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র দাবি করেন।

কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, সে সম্পর্কে তারা জানেন না। বিষয়টি জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

গাজা ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ব্যাপটিস্ট হাসপাতালে হামলাটি চালানো হয়েছিল।

হানি আবু ইশেবা বলেন, গতরাতে যা ঘটেছে তা সত্ত্বেও গাজা উপত্যকা জুড়ে এখনও ভারী বোমাবর্ষণ চলছে। ৫০০ মানুষ মরে যাওয়ার পরও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাওয়া থেকে ইসরায়েলকে কেউ থামাতে পারেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ৪১ বার অঞ্চলটির স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ডব্লিউএইচওর মুখপাত্র তারিক জাসারেভিচ এ দাবি করেন।

তিনি বলেন, এসব হামলায় ১১ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন। ১৬ জন আহত হয়েছেন। হামলা অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়তে পারে। গাজার হাসপাতালগুলো মাত্রাতিরিক্ত সংখ্যক রোগীকে সেবা দিতে লড়াই করছে; যা তাদের সক্ষমতা সীমা অতিক্রম করে যাচ্ছে। সংগ্রহ করা ওষুধ শেষ হয়ে যাচ্ছে।

কিন্তু গাজার স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি মোকাবিলা করে অসাধারণভাবে তাদের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। অঞ্চলটিতে জ্বালানির গুরুতর ঘাটতি দেখা দিচ্ছে। এসব সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও বেশি নাগালের বাইরে চলে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এএইচএ/

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাইডেনের সফর কালেও গাজায় ইসরায়েলের বোমা হামলা

পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার বন্ধু রাষ্ট্র ইসরায়েল সফর করছেন। তিনি দেশটিতে পৌঁছামাত্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভারী বোমা হামলা শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার বাইডেনের ইসরায়েল সফরের কথা জানান। গত বৃহস্পতিবার তিনি ইসরায়েল সফরে যান।

আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। গাজার খান ইউনিস এলাকা থেকে তাদের সংবাদকর্মী হানি আবু ইশেবা এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) উত্তর গাজার আল আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র দাবি করেন।

কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, সে সম্পর্কে তারা জানেন না। বিষয়টি জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

গাজা ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ব্যাপটিস্ট হাসপাতালে হামলাটি চালানো হয়েছিল।

হানি আবু ইশেবা বলেন, গতরাতে যা ঘটেছে তা সত্ত্বেও গাজা উপত্যকা জুড়ে এখনও ভারী বোমাবর্ষণ চলছে। ৫০০ মানুষ মরে যাওয়ার পরও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাওয়া থেকে ইসরায়েলকে কেউ থামাতে পারেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ৪১ বার অঞ্চলটির স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ডব্লিউএইচওর মুখপাত্র তারিক জাসারেভিচ এ দাবি করেন।

তিনি বলেন, এসব হামলায় ১১ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন। ১৬ জন আহত হয়েছেন। হামলা অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়তে পারে। গাজার হাসপাতালগুলো মাত্রাতিরিক্ত সংখ্যক রোগীকে সেবা দিতে লড়াই করছে; যা তাদের সক্ষমতা সীমা অতিক্রম করে যাচ্ছে। সংগ্রহ করা ওষুধ শেষ হয়ে যাচ্ছে।

কিন্তু গাজার স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি মোকাবিলা করে অসাধারণভাবে তাদের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। অঞ্চলটিতে জ্বালানির গুরুতর ঘাটতি দেখা দিচ্ছে। এসব সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও বেশি নাগালের বাইরে চলে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এএইচএ/

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: