বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী করতে এই সরকার আদালতকে ব্যবহার করছে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে নেতাকর্মীদের সাজা দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। প্রশাসনকে নিরপেক্ষতা অবলম্বন করতে হবে।
রবিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে আইন পাস করতে হবে। অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকারকে দায় নিতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই দেশের মানুষ চায় না এই সরকার ক্ষমতায় থাকুক।
বিএনপির এই নেতা বলেন, আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। ২৮ অক্টোবরের মহাসমাবেশও শান্তিপূর্ণ হবে। ওই দিন ঢাকায় বসে পড়ার কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না।
মির্জা ফখরুল বলেন, শাপলা চত্বর হওয়া সম্ভব না, বিএনপি আর হেফাজতে ইসলাম এক না। বাধা দিয়ে লাভ নেই। অতীতে সমাবেশ সফল হয়েছে, এবারও হবে।
তিনি বলেন, দাবি আদায়ের জন্য সারাদেশ থেকে মানুষ আসবে। আমাদের প্রতিনিধিদল ইতোমধ্যে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাবেশের বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি রসাতলে নিয়ে গেছে।
বিজনেস আওয়ার/পিএস