বিজনেস আওয়ার ডেস্ক: দুই ফোন পাশাপাশি নিলেই হয়ে যাবে নাম্বার শেয়ার, তবে এ সুবিধাটি আইফোন ব্যবহারকারীদের জন্য।
বাণিজ্যিক, সামাজিক বা পারিবারিক— যে কোনো অনুষ্ঠানে যোগ দিলে নতুন কারও সঙ্গে পরিচয় হয় বা পুরনো ও চেনা-পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হয়— তখন যোগাযোগ রক্ষার জন্য অনেকেই একে-অপরের মোবাইল ফোন নাম্বারটি নেন। তবে নাম্বারটি নেওয়ার জন্য দুইজনকেই জোরে জোরে এটি বলতে হয়। এমনকি নাম্বারটি ঠিক আছে কিনা সেটি বারবার চেক করতে হয়।
তবে আইফোন ব্যবহারকারীদের এখন আর এসব ঝামেলা পোহাতে হয় না। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের আইফোন হ্যান্ডসেটে এমন একটি ফিচার যুক্ত করেছে— যেটির মাধ্যমে একটি ফোন অপর একটি ফোনের কাছে নিলেই নাম্বার আদান-প্রদান করা যাবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ন্যামড্রপ নামের এ ফিচারটি সবার জন্য উন্মুক্ত হয় যখন গত মাসে। সেপ্টেম্বরে আইফোন আইওএস ১৭-এর যাত্রা শুরু করে।
এরপর একটির উপর আরেকটি ফোন ধরতে হবে, তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর ফিচারটি ফোনের পর্দায় ভেসে উঠবে।
আপনি তখন ‘রিসিভ অনলি’ বা ‘শেয়ারে’ ক্লিক করবেন। অথবা তীর চিহ্নতে ক্লিক করে আপনি ঠিক করে নিতে পারবেন কি ধরনের তথ্য আদান-প্রদান করতে চান।
একে-অপরের তথ্য পেতে হলে উভয়কেই ‘শেয়ার’ অপশনে ক্লিক করতে হবে।
যদি শুধুমাত্র একজন নাম্বারটি নিতে চান তাহলে তাকে ‘রিসিভ অনলিতে’ ক্লিক করতে হবে। অপর ব্যবহারকারীকে ‘শেয়ার’ অপশনে ক্লিক করতে হবে।
তবে এই পর্যায়ে গিয়ে যদি মনে করেন নাম্বার নেওয়ার প্রয়োজন নেই তখনও সেখান থেকে বের হয়ে যাওয়া যাবে।
নাম্বার পাওয়ার পর যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে শুধুমাত্র ‘ডানে’ ক্লিক করলেই হবে।
সূত্র : সিএনবিসি
বিজনেস আওয়ার/এএইচএ